শিরোনাম
বড়লেখায় উন্নয়ন প্রকল্প ও নির্বাচন প্রস্তুতি পরিদর্শন শ্রীমঙ্গলে ১৬ প্রহর হরিনামযজ্ঞের সমাপন বরুড়া আমার শেকড়, আমার স্বপ্ন” — একান্ত সাক্ষাৎকারে জাকারিয়া তাহের সুমন আগামী রাষ্ট্র নায়ক, অথই নূরুল আমিন এর জন গননা থেকে শ্রেণি পেশার *চূড়ান্ত* হিসাব জামায়াতের জোটে ভোটের জয়জয়কার, বিএনপি ডুবে যাচ্ছে অহংকার আর প্রতিহিংসার কারণে সাবেক ভাইস চেয়ারম্যানের অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তা শঙ্কায় ইইউবি দুইদিন বন্ধ ঘোষণা শ্রীমঙ্গলে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি…….. মতিঝিল আদর্শ ল’ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব জুবের লস্কর কে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান উপদেষ্টা স‍াহেবের কাছে খোলা চিঠি, প্রসঙ্গ : জুলাই যুদ্ধাদের কোথায় রেখে যাচ্ছেন?

সিলেট নিউজ ডেস্ক / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

অথই নূরুল আমিন:

Manual2 Ad Code

সেই কোটা সংস্কার আন্দোলন থেকে অবশেষে দেশের বিশাল এক বেকার শ্রেণি জুলাই যুদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করে। আর সেই সুবাদে নতুন করে কপাল খোলে যায়। বেশকিছু রাজনৈতিক দলের নেতাদের। তাতে গত দেড় বছরে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি রাজনৈতিক নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এদিকে বেশকিছু জুলাই যুদ্ধারাও বিভিন্ন কৌশলে বেশ মোটা অংকের টাকার মালিক হয়েছে। যা সম্পূর্ণ অবৈধভাবে। যার হিসাব সুদে আসলে একদিন দিতে হতে পারে।

দেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই মর্মে খোলা চিঠি লিখছি যে, আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষের একজন লেখক ও সমর্থনকারী। সমগ্র বাংলাদেশের কয়েক লক্ষ ছাত্র ছাত্রী কোটা সংস্কারের জন‍্য একজোট হয়ে আন্দোলন করেছে। এখানে ঐ সময় এই আন্দোলনের মুল ইস‍্যু ছিল সরকারি চাকরি।

Manual8 Ad Code

সেই সুবাদে নাহিদ, আসিফ, সার্জিস, শামান্তা, জারা, পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব‍্যক্তি উদ্যোগ অনেকেই এই আন্দোলনে যোগ দেয়। তার পরিমাণ কয়েক লাখের ও বেশি।

লক্ষ্য করে দেখা যায়, তুমুল আন্দোলনের জেরে একটি সরকারের পতন হলো। যেমন ৫ আগস্ট ২০২৪। তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো ৮ আগস্ট ২০২৪। উল্লেখিত সরকারে আন্দোলনরত তিনজন ছাত্র উপদেষ্টা হলো বিভিন্ন দপ্তরের। আর বাকীদের মধ‍্যে কেউ বাম পন্থী। কেউ ডান পন্থী কেউ ছাত্রদল কেউ শিবির। সেই রকম পরিচয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক পায়দা লুঠে নেয়ার কৌশল নিতে থাকল অনেকেই।

Manual5 Ad Code

আরো লক্ষ্য করে দেখা গেলো আন্দোলন সফল হওয়ার পর থেকেই আন্দোলনকারীরা আর কেউ তারা চাকরি চাচ্ছে না। এ যেন এক অবাক করার মত ঘটনা। এখানে কেউ কেউ নীরবে সরে গেছে । আবার অনেকেই নাকি তদবির বাণিজ্য শুরু করে দিয়েছে। আর যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে বা রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আছে। তাদের ভাব দেখে আজকে মনে হয়। সরকারি চাকরি কি জিনিস। এটা ওরা কখনও যেন নামই শুনেনি।

যাক এসব কথা। তারপরও শেষ কথা থেকেই যায়। উপরে উল্লেখিত সবার অবস্থা মোটামুটি ভালোই বলা যায়। কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলছি। যারা আন্দোলনে এসেছিল। ভেবেছিল। কোটা বাতিল হলে বা শীতিল হলে। সরকারি চাকরি করার স্বপ্ন তারা দেখতে পারবে। আমি আজকে তাদের কথা বলজি। চাকরির ব‍্যাপারে। তবে অন‍্য কথা হচ্ছে। গোটা জুলাই যুদ্ধাদেরকে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? কোথায় রেখে যাচ্ছেন?

Manual6 Ad Code

১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনে যেকোন একটি দল ক্ষমতায় আসবে। আরেকটি দল বিরোধী থাকবে। সে হিসাবে তাদের সাথে যেসকল ছাত্র ছাত্রীরা জড়িত আছে তারা না হয়। বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে। কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা কোথায় যাবে সেদিন। কার কাছে যাবে। কারা হবে সেদিন তাদের অভিভাবক?
তাই বলছি। প্রধান উপদেষ্টা সাহেব। আপনার সব কাজ বাদ দিয়ে সবার আগে উচিৎ ছিল। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ ছাত্র ছাত্রীদেরকে সরকারি বেসরকারি চাকরি দেয়া।

অথচ তা না করে সব করেছেন। বিতর্কিত কাজ। দেশের মানুষেরা আজকে আপনাকে কেউ বিশ্বাস করছে না। অনেকেই বলছে আপনি ব‍্যর্থ রাষ্ট্র প্রধান। আমি ও বলি। তার কারণ হলো। ছাত্র জনতার আন্দোলনের ফসল ভোগ করছেন আপনি এবং আপনার সাঙ্গরা। কিন্তু ছাত্রদের জন‍্য কিছু করে গেলেন না। শুনছি জুলাই যুদ্ধাদের জন‍্য দায়মুক্তির আইন হচ্ছে। দায়মুক্তির আইন করা বড় কথা নয়। সবার আগে দরকার ছিল। জুলাই যুদ্ধাদের কর্মসংস্থানের ব‍্যবস্থা করা। গত দেড় বছরে দেখলাম। একটি রাজনৈতিক দল যেরকম বোকার মত রাষ্ট্র চালায়। আপনার সরকারও সেই রকম রাষ্ট্র চালিয়েছে। যাকে বলে যেই লাউ, সেই কদু।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code