Categories
অপরাধ সিলেট-বিভাগ

১৬,৫০০ অবৈধ ভারতীয় বিড়িসহ ৭এপিবিএনের হাতে ০১ জন আটক

বিশেষ প্রতিনিধি:

সিলেট মোগলাবাজার থানাধীন খাদিপুর এলাকা থেকে ১৬,৫০০ অবৈধ ভারতীয় বিড়িসহ ০১ জন আটক করেছে  ৭এপিবিএন সিলেট।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান,সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি,জনাব খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার,জনাব মোঃ মফিজুল ইসলাম এর তত্ত্বাবধানে,পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ শহীদুল ইসলাম শেখ এর নেতৃত্বে বুধবার (২৪ এপ্রিল) বিকাল ০৩.৪৫ মিনিটের সময় এসএমপি,সিলেট মোগলাবাজার থানাধীন খাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে খাদিপুর এলাকার আসামী আঃ মানিক মিয়া এর বসত ঘরের পূর্ব দুয়ারী ওয়ালকরা টিন সেড ঘরে অভিযান পরিচালনা করে অবৈধ ১৬,৫০০/- শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ আঃ মানিক মিয়া (৪২) কে আটক করা হয়।

আটককৃত আঃ মানিক মিয়া (৪২) মোগলাবাজারের খাদিপুরের মৃত: ইছহাক মিয়ার ছেলে।

পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে মোগলাবাজার থানায় এজাহার দায়ের করেছেন।

সিলেট নিউজ২৪/এসডি.

Categories
অপরাধ আলোচিত সংবাদ

‘সুবর্ণা’ গণধর্ষণ ও হত্যামামলার রহস্য উদঘাটন

বিশেষ প্রতিনিধি:
সাত বছর পর বহুল আলোচিত সুবর্ণা (০৮) গণধর্ষণসহ হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ পিবিআই সুত্রে সোমবার (২২ এপ্রিল) জানা যায়,মামলাটি তদন্তকালে পিবিআই, সিরাজগঞ্জ টিম সোর্স নিয়োগ করাসহ তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে গত শুক্রবার (১৯ এপ্রিল) সন্দিগ্ধভাবে ভিকটিমের ফুফাতো ভাই আসামী;১। মোঃ ছাব্বির হোসেন (২০),পিতা-মোঃ আঃ হক,মাতা-ফুলমালা,সাং-দত্তকান্দি,থানা-চৌহালী,জেলা-সিরাজগঞ্জকে ঢাকাস্থ শ্যামলী হতে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ আসামী ২। মোঃ শাকিব খান (২১),পিতা-মোঃ আরফান মেম্বার, মাতা-মোছাঃ সীমা খাতুন,সাং-দত্তকান্দি,থানা-চৌহালী,জেলা-সিরাজগঞ্জকে দত্তকান্দি গ্রামস্থ সোলের বাজার হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে,তাদের প্রদত্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় এবং সার্বিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং আরো ০৬ (ছয়) জনসহ সর্বমোট ০৮ (আট) জন আসামীরা গত ইং- ২৬/০৩/২০১৭ তারিখ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দত্তকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। সেখানে দত্তকান্দি গ্রামের বশির মেম্বারের ছেলে মোঃ মিলন পাশা সহ অন্যান্য আসামীরা গ্রেফতারকৃত আসামী মোঃ ছাব্বির হোসেন ও ভিকটিম সূবর্ণা (০৮) কে খেলতে দেখে। তখন আসামীরা ভিকটিমকে ধর্ষণ করার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী সকল আসামীরা ছাব্বিরকে তার মামাতো বোন অর্থাৎ ভিকটিম সূবর্ণাকে নিয়ে ঘটনাস্থলে যেতে বলে। গ্রেফতারকৃত আসামী মোঃ ছাব্বির হোসেন ও মোঃ শাকিব খান মিলে ভিকটিমকে এশার নামাজের পরে সুকৌশলে ঘটনাস্থলে অর্থাৎ মধ্যশিমুলিয়া চরের মধ্যে জনৈক মোঃ বুলবুল এর ফসলী জমিতে নিয়ে যায়। 
ঘটনাস্থলে পূর্ব হতে অপর ০৬ (ছয়) জন আসামীরা অবস্থান করছিল। ভিকটিমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পরে সকল আসামীগণ ভিকটিমকে ধর্ষণ করতে চায়, কিন্তু ভিকটিম রাজি না হলে কয়েকজন মিলে ভিকটিম সূবর্ণার হাত ও পা ধরে থাকে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করতে থাকে। ধর্ষণের ফলে ভিকটিম নিস্তেজ হয়ে যায় এবং ভিকটিমের যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তখন ভিকটিম কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে সবাইকে ঘটনার কথা বলে দিবে। তখন সকল আসামীরা চিন্তা করে ভিকটিম যদি ঘটনার কথা সবাইকে বলে দেয় তাহলে তারা বিপদে পড়বে। তাই আসামীরা ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক সকল আসামীরা ভিকটিমের পড়নের ওড়না দিয়ে ভিকটিমের গলায় প্যাঁচ দিয়ে শ্বাস রোধ করে ভিকটিম সূবর্ণাকে হত্যা করে এবং ভিকটিমের শরীরে মাটি ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়।
সন্দিগ্ধভাবে গ্রেফতারকৃত আসামী; ১। মোঃ ছাব্বির হোসেন (২০),পিতা-মোঃ আঃ হক,মাতা-ফুলমালা ও ২। মোঃ শাকিব খান (২১),পিতা-মোঃ আরফান মেম্বার, মাতা-মোছাঃ সীমা খাতুন,উভয় সাং-দত্তকান্দি,থানা-চৌহালী,জেলা-সিরাজগঞ্জদ্বয় নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য যে,গত ইং-২৬/০৩/২০১৭ তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় ভিকটিম সূবর্ণা (০৮), পিতা-মোঃ শুকুর আলী, সাং- দত্তকান্দি, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিকটিমের ফুফুর বাড়ীর পাশে দত্তকান্দি হাই স্কুলে যায়। অনুষ্ঠান দেখে ভিকটিম বাড়ীতে না আসলে ভিকটিমের মা অর্থাৎ বাদীর স্ত্রী ধারনা করেন ভিকটিম স্কুলের পাশে তার ফুফুর বাড়ীতে আছে। তাই তারা ভিকটিমকে খোঁজাখুজি করেন নাই। পরের দিন ইং- ২৭/০৩/২০১৭ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বাদীর স্ত্রী সংবাদ পায় যে, মধ্যশিমুলিয়া চরের মাঠের মধ্যে জনৈক মোঃ বুলবুল এর ফসলী জমিতে ভিকটিম সুবর্ণা মৃত অবস্থায় পড়ে আছে। তৎক্ষনিক বাদীর স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের মৃতদেহ সনাক্ত করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন চৌহালী থানায় সংবাদ দিলে খানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা মোঃ শুকুর আলী বাদী হয়ে চৌহালী খানায় নিয়মিত মামলা দায়ের করেন। যাহা চৌহালী থানার মামলা নং-০৪ তাং-২৭/০৩/২০১৭ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। জিআর-১০/২০১৭ (চৌহালী)।
চৌহালী খানা কর্তৃক মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে বাদী বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করেন। বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই, সিরাজগঞ্জ জেলাকে তদন্তের আদেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্ত হয়ে গত ইং-০৪/১২/২০২০ তারিখ এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। মামলাটির তদন্তভার প্রাপ্ত হয়ে এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান তদন্ত শুরু করেন।
ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত রিপোর্ট পর্যালোচানায় দেখা যায় ভিকটিম সূবর্ণাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও ভিকটিমের যৌনাঙ্গ হতে কালো রক্ত বের হয়েছে। আলামতের ডিএনএ পরীক্ষায় ভিকটিমের পড়নের পোষাকে বীর্যের উপস্থিতি পাওয়া যায়।
সিলেট নিউজ২৪/এসডি.
Categories
অপরাধ সিলেট-বিভাগ

৮৮,০০০ টাকার জাল নোটসহ চুনারুঘাটের ‘জামাল মিয়া’ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে বাংলাদেশী ৮৮,০০০ টাকা (আটাশি হাজার টাকা) মূল্যমানের জাল নোটসহ উক্ত থানার চান্দপুর এলাকার বাসিন্দা মোঃ জামাল মিয়া (৩০)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১১ এপ্রিল) জানান,পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে। এই চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে সিলেটসহ সারা দেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। সংঘবদ্ধ চক্রটি দেশের অর্থনীতিকে অচল করতে এবং অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।

এই চক্রের সদস্যরা আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই প্রেক্ষিতে জাল নোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল জানতে পারে যে,জাল নোট বাজারজাতকারী চক্রের একজন অসাধু ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৯,সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গতকাল বুধবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১:৫০ মিনিটের সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৮৮,০০০ টাকা (আটাশি হাজার টাকা) মূল্যমানের জাল নোটসহ মোঃ জামাল মিয়া (৩০) নামে জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর এলাকার বাসিন্দা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত জাল নোট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,ছিনতাইকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সিলেট নিউজ২৪/এসডি.

Categories
অপরাধ

মৌলভীবাজার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২জন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ২জন। শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে।মৌলভীবাজার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২জন

আহতরা হলেন গোরারাই গ্রামের আফজল মিয়া’র ছেলে জমির, তোতা মিয়া’র ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলু সহ প্রায় ২০জন।
স্থানীয়রা জানান হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

মৌলভীবাজার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২জন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা যায় রিপন মিয়া প্রকাশ্যে গুলি করে দুই জনকে গুরুত্বর আহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।মৌলভীবাজার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২জন
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোরারাই বাজার বন্ধ করে দিয়েছেন। বর্তমানে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ধারনা করছেন যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

Categories
অপরাধ আলোচিত সংবাদ সারা বাংলাদেশ

চান্দিনা থানা পুলিশকে তোয়াক্কা না করে খলিল মেম্বারের নেতৃত্বে চলছে জমজমাট জুয়ার আসর

ক্রাইম রিপোর্টার, কুমিল্লা:

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন এর লেবাস গ্রামের (খালপাড়ে) খলিল মেম্বার নেতৃত্বে চলছে জমজমাট জুয়ার আসর। প্রভাবশালী মহলগুলোকে হাত করে ইউপি সদস্য খলিলের নেতৃত্বে অনৈতিকত জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার শক্তিশালী সিন্ডিকেট। এখানে চান্দিনা উপজেলা ছাড়াও কচুয়া, বরুড়া সহ বিভিন্ন উপজেলার জুয়াড়িরা আসে জুয়া খেলার জন্য।

দীর্ঘদিন যাবৎ উক্ত খলিল মেম্বার বেলাসের পাশে কড়িয়াগ্রামে জুয়ার আসর চালিয়ে আসছিল। কিছুদিন পুর্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং উক্ত জুয়ার আসর নিয়ে কথা উঠে। সেখানে জুয়া বেশকিছু দিন বন্ধ থাকার পর বর্তমানে পাশের গ্রাম বেলাসের খালপাড়ে খলিল মেম্বার আবারো জুয়ার আসর বসিয়েছে। জুয়ার আসর প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলছে।

বেলাস গ্রামটি চান্দিনা উপজেলা শেষ প্রান্তে হওয়ায় প্রশাসনের তৎপরতা না থাকায় এলাকাটি জুয়াড়িদের অভয়ারণ্য হয়ে উঠেছে। সেখানে পুলিশী তৎপরতা খুবই কম, নেই কোন পুলিশী অভিযান। বিধায় এই জুয়ার আসরে পার্শ্ববর্তী এলাকাসহ দুর-দুরান্ত থেকে জুয়াড়ীরা জুয়া খেলতে আসে। জুয়াড়ীরা থানা পুলিশের কোন প্রকার ভয়ভীতির তোয়াক্কা না করে নির্বিঘ্নে প্রকাশ্যে রাতের অন্ধকারে লাইট জালিয়ে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে লাখ-লাখ টাকার হাত বদল করছে। প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে টাকা খুইয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। এই জুয়াকে কেন্দ্র করে স্পটে চলে সমাল তালে নেশা গ্রহণ ও মাদক কারবার। জুয়া ও মাদকের মোহে পড়ে অনেকে বসছেন পথে। জুয়া খেলার পাশাপাশি- ইয়াবা টেবলেট, ফেন্সিডিল, বাংলা মদ ও গাজার ব্যবস্থা থাকায় উঠতি বয়সের ছেলেরাও এখানে এসে ভীড় জমায়। ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়েই চলছে।

জানা গেছে, চান্দিনার শীর্ষ জুয়াড়ী খলিল মেম্বার দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। কিন্তু স্থানীয় কিছু প্রতিবাদীরা এই জুয়ার বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে তার কোন সুফল পাচ্ছেন না। যার ফলে খলিল মেম্বার দিন-দিন বেপরোয়া হয়ে উঠেছে। চান্দিনা উপজেলার অন্যান্য এলাকায় জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। তবে রহস্যজনক কারনে এই এলাকার জুয়ার বোর্ড এখনো বহাল তবিয়তে রয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, জুয়াড়ী খলিল মেম্বার কোন কিছুর তোয়াক্কা না করেই স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে জুয়ার আসর। প্রকাশ্যে এই জুয়ার আসর বসলেও নিরব ভূমিকা পালন করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। এর ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ।

চলমান জুয়া ও মাদকের আসর নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ শাহাজাহান মিয়া বলেন, জুযার আসরটি দ্রুত বন্ধ না হলে চান্দিনা উপজেলার আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি দেখা দিবে এবং আমার ইউনিয়নের সুনাম ক্ষুন্ন হবে। যত দ্রুত সম্ভব জুয়ারী খলিল মেম্বারকে আইনের আওতায় এনে জুয়ার আসরটি বন্ধ করার জন্য প্রশাসনের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ জনাব আহাম্মদ সনজুর মোরশেদ পিপিএম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন- আমি এ ব্যাপারে অবগত নেই, কিন্তু আমি জুয়ার ব্যাপারটি দেখছি। পরে চান্দিনা থানা পুলিশ অভিযানে যায়, তখন অভিযানের আগেই খবর পৌঁছে যায় জুয়াড়িদের কাছে। আর খবর পেয়েই তারা পলিয়ে যায়। পুলিশ চলে আসার পর আবারো চলে তাদের আসর। তিনি আরো বলেন- জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে, জুয়াড়িদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু জামিনে তারা দ্রুত বের হয়ে নতুন কোন স্থানে আবারো জুয়ার আসর বসিয়ে তাদের আখের গুছিয়ে নিচ্ছে।

Categories
অপরাধ

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা

 গাজীপুর জেলা প্রতিনিধি:

গত বুধবার (০৩/০৪/২০২৪) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে বাবা হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
নিহত তরুণের নাম কাউসার বাগমার (২৩)। তাঁর বাবা কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার রশিদ বাগমার।
এই ঘটনায় স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার কাউসার বাগমার তিন বছর আগে প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি আর কোনো কাজ করতেন না। ধীরে ধীরে তিনি স্থানীয় বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে নানা অপকর্ম করে বেড়াতেন। বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুর করতেন। মা-বাবার সঙ্গেও করতেন খারাপ আচরণ। তাঁর অত্যাচারে মা-বাবাসহ তার সকল স্বজনেরা অতিষ্ঠ ছিলেন। গত মঙ্গলবার রাতের খাওয়া শেষে কাউসার ঘরে ঘুমিয়ে ছিলেন। তারপর বুধবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো কুড়াল দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন তার বাবা’ রশিদ বাগমার। খবর পেয়ে সকালে কালীগঞ্জ থানা-পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবং সেই সঙ্গে সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করে।

এই ঘটনায় নিহতের মা মোসলেমা বেগম ও ভাই আশরাফুল জানান, কাউসার মাদকাসক্ত ছিল। সারা রাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের টাকার জন্য সে প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া ও ভাঙচুর করতো। বৃদ্ধ মা-বাবার গায়ে হাত তুলতো। তার অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল। গত কয়েক দিন ধরে নেশার টাকা জোগাতে ২ কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য মা-বাবার কাছে দাবি করে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কাউসার বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার পর বাড়ি ফিরে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমার এ ঘটনা শুনে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি একটি কুড়াল নিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন।
রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। তিন সন্তানের মধ্যে কাউছার ছোট ছেলে। এবং বড় ছেলে আশরাফুল সিঙ্গাপুর ফেরত।

Categories
অপরাধ সিলেট-বিভাগ

মৌলভীবাজারে সিএনজি চালকের হাতে রিকশা চালক আহত

বিশেষ প্রতিনিধি:
সিলেটের মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান সড়কে সিএনজি চালক এক রিক্সা চালককে পিটিয়ে আহত করেছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে শহরের এম সাইফুর রহমান রোডের সেভেন স্টার প্লাজার সামনে ঘটনাটি ঘটে। কথা কাটাকাটির জের ধরে রিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করে সিএনজি ড্রাইভার। এসময় উৎসুক জনতার ভিড়ে সিএনজি চালক ভয়ে সিএনজি রেখে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যার নংঃ- মৌলভীবাজার- থ ১৫-৫৯-৭৫ এবং নাম হলো ‘শাহরিয়ান পরিবহন’।
প্রত্যক্ষদর্শী একজন জানান,সিএনজি চালক অটো রিকশাচালককে সাইড দিতে বললে তার উত্তরে রিকশাচালক বলে,ভাই এই জ্যাম এর মধ্যে আমি কোথায় দাঁড়িয়ে সাইড দিবো। এই কথা শুনেই সিএনজি চালক গাড়ি থেকে একটি কাটের বর্গা বের করে রিক্সা চালকের মাথায় সজোরে আঘাত করে এবং আশেপাশের সকলকে জড়ো হতে দেখে সে পালিয়ে যায়।
সিলেট নিউজ২৪/এসডি.
Categories
অপরাধ সিলেট-বিভাগ

জাফলং থেকে অবৈধ ভারতীয় চিনি সহ তিনজন চোরাকারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

এসএমপি ডিবির অভিযানে ৩,৫১,৩৬০ /- (তিন লক্ষ একান্ন হাজার তিনশত ষাট) টাকার অবৈধ ভারতীয় চিনি ও একটি পিকাপ ট্রাক সহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি এর এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম (০১ এপ্রিল) সোমবার জানান,উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় সোমবার (০১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ০৩:৪০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম,দাসপাড়া নামক স্থানে মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় চিনি বোঝাই করা একটি পিকাপ ট্রাক সহ (০৩) তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো;
১) মোঃ লিটন মিয়া(২৮),পিতা- মৃত জাবেদ মিয়া, মাতা-মোছা: ফাতেমা বেগম।
২) সোহেল মিয়া (২৭),পিতা- মৃত ছিদ্দেক আলী, মাতা- সুফিয়া বেগম,উভয় সাং- বহর আ/এ, আল-বারাকা মাদ্রাসা রোড,থানা- শাহপরাণ(রহ:), জেলা- সিলেট।
৩) মুসা মিয়া (২১),পিতা- আব্দুল মতিন,মাতা- খোদেজা বেগম,সাং- উমনপুর,থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।

আসামীদের গ্রেফতারকালে উক্ত আসামীগণের হেফাজত হতে ৬১ (একষট্টি) বস্তা ভারতীয় চিনি,যার আনুমানিক বাজার মূল্য ৩,৫১,৩৬০/- (তিন লক্ষ একান্ন হাজার তিনশত ষাট) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (একটি) নম্বর বিহীন পিকাপ ট্রাক জব্দ করা হয়।

এরপর আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-০১,তাং-০১/ ০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট নিউজ২৪/এসডি.

Categories
অপরাধ সিলেট-বিভাগ

এসএমপি ডিবির অভিযানে পাঁচজন জুয়ারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ পাঁচ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির মডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (০১ এপ্রিল) জানান,গত (৩১ মার্চ) রবিবার
আনুমানিক রাত ১০:২৫ মিনিটের সময় সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ(রহঃ) থানাধীন শাহজালাল উপশহরস্থ এইচ ব্লক-৪নং রোডে অবস্থিত পপির বাসার সামনে খালী জায়গায় আবাসিকে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো:
১) আবিদ আলী(৪০),পিতা-আসকর আলী, সাং-বড়কাপন,থানা-ছাতক,জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-শিবগঞ্জ চেরাগআলীর বাসা, থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
২) ফজলূর রহমান(৩২),পিতা-তাহির আলী,সাং সিদ্দিকপুর,থানা- নবীগঞ্জ,জেলা-হবিগঞ্জ, বর্তমানে-শিপলু মিয়ার কলোনী,উপশহর জে-ব্লক, থানা- শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৩) মোঃ মনির মিয়া(২১),পিতা-মারফত আলী, সাং-দাশপাড়া,থানা-নিখলী,জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- মিল্টন মিয়ার কলোনী মজুমদার পাড়া, শিবগঞ্জ থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৪) মাছুম(২৩),পিতা- আরজ আলী,সাং-চাটিবহর নোয়াগাঁও,থানা-কোম্পানীগঞ্জ,জেলা-সিলেট,মিল্টন মিয়ার কলোনী মজুমদার পাড়া,শিবগঞ্জ থানা-শাহপরাণ(রহঃ),জেলা-সিলেট।
৫) মোঃ ইব্রাহিম আলী(২০),পিতা-মৃত জুবেদ আলী, সাং- কান্দাউক,থানা- নাছির নগর,জেলা- ব্রাহ্মনবাড়ীয়া,বর্তমানে-শামীম মিয়ার কলোনী, থানা-শাহপরাণ (রহঃ),জেলা-সিলেট।

এদরকে গ্রেফতার করে এসএমপি শাহপরাণ(রহঃ) থানার নন এফআইআর নং-৩৩/২০২৪,তাং- ০১/০৪/২০২৪ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন,২০০৯ এর ৯৫ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সিলেট নিউজ২৪/এসডি.

Categories
অপরাধ সিলেট-বিভাগ

গণধর্ষণ মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গণধর্ষণ মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন মিয়া গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

 

হবিগঞ্জ জেলার চৌকস ও বিচক্ষণ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে এবং সার্বিক নির্দেশনা মোতাবেক চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি হিল্লোল রায়ের তত্ত্বাবধানে নারায়নগঞ্জ হতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় সোমবার (০১ এপ্রিল) জানান,’ মামলা নং-১২(১০)২০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩)/৩০ এর যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামী চুনারুঘাট উপজেলার জিবধরছড়ার হোসেন আলীর ছেলে মোঃ সালাউদ্দিন মিয়া’কে গত রবিবার (৩১ মার্চ) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকা হতে গ্রেফতার করা হয়’।

সিলেট নিউজ২৪/এসডি.