আছাদ আল মাহদীঃ-
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ-বাহাদুরপুর ইউনিয়নের ৮নং এবং ৯নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাইজগ্রাম সবুজ ছায়া মানবকল্যাণ সংস্থা। বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৭ ঘটিকার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা ইছহাক আলীর সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার প্রাপ্ত সাবেক ইউপি সদস্য বৃক্ষ বন্ধু সোনাহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলা উদ্দিন, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেলাল আহমদ, এখলাস উদ্দিন, আব্দুল ওয়াদুদ দুদু, একলিম উদ্দিন ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব আইনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মাইজগ্রাম সবুছ ছায়া মানব কল্যান সংস্থা’র সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, অর্থ সম্পাদক সাফওয়ান আলম ও কার্যকরী কমিটির সদস্য মুন্না আহমদ, মুকিত আহমদ, ছয়ফুল ইসলাম, আলমগীর হোসেন, মনজুর আলম, রুজেল, মিজান প্রমূখ।
উল্লেখ্য, একঝাঁক মেধাবী তরুণদের নিয়ে গঠিত মাইজগ্রাম সবুজ ছায়া মানবকল্যাণ সংস্থা। সংগঠনটি মাত্র কয়েকমাস পুর্বে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রম সহ সমাজ উন্নয়নে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে। তাদের এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দরা বলেন, মাইজগ্রাম সবুজ ছায়া মানবকল্যাণ সংস্থার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply