শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ সংস্থার পূনার্ঙ্গ কমিটি গঠন সমপন্ন

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

এটিএম নাসির::: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ৭নং বারঠাকুরী ইউনিয়নের একঝাঁক তরুণ প্রবাসীদের নিয়ে গঠিত মানবসেবায় অনন্য দৃষ্টান্তকারী বহুল পরিচিত সংগঠন বারঠাকুরী ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ সংস্থা’র চতুর্থ তম কার্যকরী কমিটি গঠন সমপন্ন হয়েছে৷
গতকাল ০৯/০১/২০২১ইং বৃহস্পতিবার সংস্থার আহ্বায়ক জনাব আলহাজ্ব হোসাইন মুঈনুদ্দিন আগামী দুই বছরের জন্য
(২০২১-২০২২) ৫৫ সদস্য বিশিষ্ট একটি পুনার্ঙ্গ কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কার্যকরী কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন।

সভাপতি –
এইচ.এম.ফজলুর রহমান খাঁন।
আমির উদ্দিন তালুকদার (সিনিয়র সহ সভাপতি)
মিছবাহ আহমেদ (সহ সভাপতি)
মোঃ কামাল হোসেন (সহ সভাপতি)
মাওঃ হোছাইন আহমদ।
(সহ সভাপতি)
খলিল আহমদ (হাসান) (সহ সভাপতি)
আব্দুর রহিম (সহ সভাপতি)
সাধারণ সম্পাদক –
শাকিল আহমদ (শিহাব)

সহ সাধারণ সম্পাদক বৃন্দ –
মোঃ কাওসার আহমদ।
রাজু আহমদ।
মোঃ রুহুল আমিন ও কাজী জামিল আহমদ।

সাংগঠনিক সম্পাদক বৃন্দ –
হারুনুর রশীদ খাঁন।নাছির উদ্দিন।রুবেল আহমদ ও ফয়ছল আহমদ।
সদস্য বিষয়ক সম্পাদক বৃন্দ-
মোঃ শাহিন আহমদ, মোহাম্মদ আল বুরহান,
খলিলুর রহমান (খলন) ও জুবের আহমদ (সাগর)

কোষাধ্যক্ষ বৃন্দ –
মাওলানা আব্দুল করিম।
মোঃ নজরুল ইসলাম খাঁন
ও সেলিম আহমদ।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক –
সাহেদ আহমদ।
উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বৃন্দ –
হোসেন আহমদ (ওমান)
ও সেলিম আহমদ।
দপ্তর বিষয়ক সম্পাদক বৃন্দ –
মামুনুর রশীদ,সুহেল আহমদ খান ও জাহেদ আহমদ।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক – সুলতান আহমদ
উপ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বৃন্দ-
শাহজাহান আহমদ ও
বেলাল আহমদ।
ধর্ম বিষয়ক সম্পাদক –
মোঃ নুরুল হাসান (মস্তাক)
উপ ধর্ম বিষয়ক সম্পাদক –
মোঃ মারুফ আহমদ রিপন।
শিক্ষা বিষয়ক সম্পাদক –
ফারুক বিন কুদ্দুস,
উপ শিক্ষা বিষয়ক সম্পাদক –
মোঃ রুহুল আমিন মিফতাহ।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক –
মুর্শেদ আহমদ তাপাদার।
উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক –
মোঃ আলী আকবর।
ক্রীড়া বিষয়ক সম্পাদক –
মোঃ আলবাব হোসেন খান।
উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক –
মোঃ মাহিন আহমদ।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক –
আশিকুর রহমান ছদিওল।
উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-
মোঃ আল আমিন তাপাদার।
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক-
আল আমিন হোসাইন,
উপ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক-
মোঃ হোসেন আহমদ (মালয়েশিয়া)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-
মোঃ রুজেল আহমদ।
উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-
আলী আহমদ তাজুল।
পরিবেশ বিষয়ক সম্পাদক-
মোঃ সুমন আহমদ।
উপ পরিবেশ বিষয়ক সম্পাদক-
আহমদ ছালাম।
দুস্থ ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক-
মোঃ ইসমাঈল আলী
উপ দুস্থ ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক-
মুজিবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য বৃন্দ-
আহমদ হোসেন আখলাক (সাবেক সভাপতি)
মোঃ আলী আছকার,
মোঃ রুহুল আমিন, (বাহরাইন)
মোঃ আবুল হোসেন ও আহমদ সাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন