বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।

Coder Boss / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

বালাগঞ্জ প্রতিনিধিঃ

আজ ১৭ই জানুয়ারি ২০২১ইং, রোজ রবিবার, সকাল ১১ঘটিকায়, মাদার বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

মাদার বাজার হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের (বাংলাদেশ) আয়োজনে, উক্ত প্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত ইউ.কে ভিত্তিক সংগঠন এক্স_স্টোডেন্ট_ফোরাম_ইউকে-এর জেনারেল_সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ সাহেবের পিতা মরহুম মোঃ আব্দুল বারী সাহেব।
এক্স_স্টোডেন্ট_ফোরাম_ইউ_কে-এর ধর্ম_বিষয়ক_সম্পাদক হাফিজ আব্দুর রাশিদ করিম সাহেবের পিতা-মরহুম আব্দুল কাদির লাল মিয়া সাহেব।
প্রাক্তন_ছাত্র_পরিষদ_(বাংলাদেশ) মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সদস্য হাফিজ আনহার হোসেনের মাতা
এবং প্রাক্তন_ছাত্র_পরিষদ_(বাংলাদেশ) মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অফিস_সম্পাদক মাওলানা রফিক আহমদ সাহেবের পিতা – মরহুম হাফিজ আব্দুশ শহীদ (মসুদ মিয়া) সাহেবের ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রব (থানগাইয়া হুজুর) সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট সাহিত্যিক জনাব আব্দুর রউফ সাহেব।
আরো উপস্থিত ছিলেন মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও নবগ্রামের প্রতি মসজিদের সম্মানিত ইমাম বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও অত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সাহেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগ্রামের কৃতি সন্তান, প্রাক্তন ছাত্র পরিষদ মাদার বাজার এফ.ইউ হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা আব্দুল মুছাব্বির (রাঙাপুরী) সাহেব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত পরিষদের সহ-সাধারন সম্পাদক মাওলানা মোঃ খলকুজ্জামান সাহেব।
অতিথিদের জ্ঞান-গর্বমূলক আলোচনা, মিলাদ ও পরিশেষে প্রধান অতিথির দোয়ার মাধমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন