Categories
সাংস্কৃতিক

ছাতকে কবুতর রেইসিং প্রতিযোগিতা

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :

ছাতকে ব্যাতিক্রমী এক কবুতর রেইসিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। রবিবার সকালে ছাতক রেইসিং পিজন ক্লাবের উদ্যোগে ক্লাব অফিসে কক্ষে প্রতিযোগিতায় বিজয়ী কবুতর মালিকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। ছাতক রেইসিং ক্লাব কমিটির সদস্যদের ৭০টি কবুতর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নরসিংদী থেকে কবুতর গুলোকে ছেড়ে দেওয়া হয়। ২ ঘন্টা ২০মিনিটের মধ্যে প্রায় ২১৭কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছাতক পৌঁছিয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে পিজন ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন খানের কবুতর।

ক্লাব সদস্য শিবলু ইসলামের কবুতর ৩য় ও রকিবুল ইসলাম কবুতর ৪র্থ স্থান অর্জন করে। বিজয়ী কবুতর মালিকদের মধ্যে পুরষ্কার হাতে তোলে দেন, পৌর কাউন্সিলর নাজিমুল হক, জেলা যুবলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী সম্রাট। এসময় উপস্থিত ছিলেন। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, মহিজুর রহমান, পিজম রেইসিং ক্লাবের সভাপতি সিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন খান, ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *