বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইতিহাসের খাতায়

Coder Boss / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

কলমে কবি মুকলেছ উদ্দিন

তারিখ ২০/১১/২০২২ই

মনে চায় না আর প্রেম ভালো বাসা
এটা যেন একটা জুয়া খেলার নেশা।

দিতে ভালোবাসা করেছিল আকুতি কাকুতি
বলেছিল আমায় করিতে জীবন সাথী।

বলেছিল যা আছে আমার সহায় সম্ভব
তোমারই চরণে সঁপে দিলাম সকল।

জীবনে শুধু একটি আশা আমার
তোমার চরণে যেন মরণ হয় আমার।

আরো কত বলেছিল লেখা জোকা নাই
ছেড়ে এসেছে আত্মীয় সজন বাপ ভাই।

কেঁদে কেঁদে বলেছিল অতি কাতরে
আমায় না পেলে সে এখনি যাবে মরে।।

সেদিন পড়েছিলাম কিতাবের কথা
দোস্ত অসহায়দের সাথে করনা কৃপণতা।

ভাবিলাম নীরবে সে তো অবলা নারী
আমার জন্য সব হারিয়ে আজ ভিখারী।

তার সাথে যদি আমি করি কৃপণতা
হয়তো বিমুখ হবে আমার প্রভু বিধাতা।

আরো শুনেছি, প্রেম বিধাতার দান
প্রেমেই পাবে শেষ বিচারে পরিত্রান।

তাই অনেক ভেবে দিলাম ঠাঁই অন্তরে
সেখানে বসে বসে খায় কলিজাটা ছিড়ে।

এমনি করে একদিন আমায় সর্বহারা করে
চলে যায় স্বার্থের টানে কোথাও দূরে।

যতজন এলো সবাই মোরে দিয়ে গেল ফাঁকি
এখন এলে তুমি তাও আজ
রাখিবনা বাকী।

লেখা হোক তোমায় নিয়ে কবিতার শেষ পাতায়
আমার শেষ প্রেমিকা তুমি বিশ্বের ইতিহাসের খাতায় ।

কবি মুকলেছ উদ্দিন
চান গাঁও ঠাকুরবাড়ি
মদন নেত্রকোনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

বিভাগের খবর দেখুন