সিল নিউজ ডেস্ক :
দেশে ২০ কোটি জনগণ।।
তার মধ্যে প্রায়… ।।
১. এক কোটি লোক মাদক কিনে খায় এবং বিক্রেতা। ২. এক কোটি লোক বিভিন্ন শ্রেণি পেশার দালালী করে জীবিকা নির্বাহ করে।
৩. এক কোটি জনবল সম্পূর্ণ বেকার।
৪. এক কোটি লোক চুরি ডাকাতি করে জীবন ও সংসার চালায়।
৫. এক কোটি লোক প্রবাস নির্ভর।
৬. তিন কোটি শিক্ষার্থী।
৭. সরকারি সকল কর্মচারী ঘুষ নেয়।
৮. দেশে রয়েছে ছোট বড় এক কোটি অসৎ ব্যবসায়ী।
৯. দেড় কোটি রয়েছে কৃষক, তার মধ্যে অনেকেই লোকসানী জীবনযাপন করছে।
১০. পঞ্চাশ লাখ বিভিন্ন খামারী রয়েছে, যেমন গরু মহিষ ভেড়া ছাগল হাস মুরগি কবুতর কুয়েল ছোট বড় মাছ ইত্যাদি।
১১. দুই কোটি শ্রমিক রয়েছে ছোট বড় কারখানায়।
১২. দেশের চার কোটি জনগণ ভূমিহীন যাদের জীবন চলে ভাড়া বাড়িতে থেকে। যা একরকম জেলে থাকার মত অবস্থা।
১৩ এক কোটি লোক ভাসমান জীবন যাপন করে এখানে কেউ পাগল কেউ আধা পাগল কেউ জ্ঞান শূন্য। কেউ শিশু কেউ বৃদ্ধ যাদের খবর সমাজের কেউ রাখে না। মাঝে মাঝে ভিডিও করার জন্য অনেকেই যায়।
১৪. পঞ্চাশ লাখ বেদে সম্প্রদায় ও হিজড়া রয়েছে এই সমাজে।
১৫. পঞ্চাশ লাখের বেশি উপজাতি রয়েছে।
১৬. দুই কোটি লোক বাস ট্রাক সিএনজি, অটোরিকশা, জলযান পরিচালনা কাজে ড্রাইভার হেলপার নাবিক সুপারভাইজার ফোরম্যান নামে পরিচিত।
১৭. দুই কোটি লোকের বয়স পনেরো বছরের নীচে।
অথই নূরুল আমিন
কবি প্রভাবশালী কলামিস্ট ও রাষ্ট্র চিন্তক
সমাজ চৈতন্য ও অধঃপতন বিশেষজ্ঞ।