সোমবার, ২০ মে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবল-নবীগঞ্জের দুইজনসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে এসএমপি ডিবি

SATYAJIT DAS / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) আনুমানিক ০৪:২০ মিনিটের মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানাধীন কলবাখানী আ/এ নামক স্থানের চাষনীপীর মাজার সংলগ্ন সানু মিয়ার রিক্সার গ্যারেজের ফাঁকা জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করে;
আসামী ১) সাইফুল ইসলাম (২৮),পিতা- মৃত শফিক মিয়া,সাং-নূরগাও (বাদেশ্বর),থানা- বাহুবল,জেলা- হবিগঞ্জ,বর্তমান- মোল্লার কলোনী,গোয়াইয়াপাড়া, থানা-এয়ারপোর্ট,জেলা- সিলেট।

২) মোঃ জালাল হোসেন (৪৪),পিতা- একরাম হোসেন,সাং- অস্টগ্রাম (দক্ষিণ পাড়া),থানা- অস্টগ্রাম,জেলা- কিশোরগঞ্জ,বর্তমান- সানু মিয়ার গ্যারেজ,চাষনী পীর মাজার,কলবাখানী আ/এ, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।

৩) লালন মিয়া(৩৫),পিতা- সিরাজ মিয়া,সাং- পশ্চিম মাছিমপুর,থানা- দোয়ারাবাজার,জেলা- সুনামগঞ্জ, বর্তমান- সানু মিয়ার গ্যারেজ,চাষনী পীর মাজার, কলবাখানী আ/এ, থানা: এয়ারপোর্ট,জেলা- সিলেট।

৪) নুরুল ইসলাম(৩৫),পিতা- মোঃ আব্দুল রহিম, সাং- আলীপুর,থানা- বিশ্বম্ভরপুর,জেলা- সুনামগঞ্জ, বর্তমান- সানু মিয়ার গ্যারেজ,চাষনী পীর মাজার, কলবাখানী আ/এ,থানা- এয়ারপোর্ট,জেলা- সিলেট।

৫) সুমন ঠাকুর (২৩),পিতা- এনামুল ঠাকুর,সাং- ভাটি শেরপুর,থানা- নবীগঞ্জ,জেলা- হবিগঞ্জ, বর্তমান- সানু মিয়ার গ্যারেজ,চাষনী পীর মাজার, কলবাখানী আ/এ,থানা- এয়ারপোর্ট,জেলা- সিলেট।

৬) মোঃ আনা মিয়া(৪৯),পিতা- মো- মরতুজ আলী, সাং- পশ্চিম মাছিমপুর,থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ,বর্তমান- সানু মিয়ার গ্যারেজ, চাষনী পীর মাজার,কলবাখানী আ/এ,থানা- এয়ারপোর্ট,জেলা- সিলেট।

৭। সুজন আহমদ(২৯),পিতা- কোরবান আলী,সাং- সাদীপুর,সোনাতলা,থানা- জালালাবাদ, জেলা-সিলেট।

সাতজন গ্রেফতারকৃত এসএমপি এয়ারপোর্ট থানার নন এফআইআর প্রক্রিয়াধীন ধারাঃ সিলেট মহানগরী পুলিশ আইন,২০০৯ এর ৯৫। আসামীদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

বিভাগের খবর দেখুন