রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের হাসিমাবাদ এলাকা থেকে আব্দুল হান্নান ও ভোলন কে গ্রেফতার করে।
পুলিশের সুত্রে জানা যায় আব্দুল হান্নান(৬৫), গ্রামের মৃত মজুম আলী ছেলে। একই এলাকার আতাউর রহমান প্রকাশ ভোলন (৩৫), মৃত-ইমান উল্যা ছেলে। দুজন জগন্নাথপুর ( হাসিমাবাদ) এলাকার বাসিন্দা জগন্নাথপুর। উভয় বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে জগন্নাথপুর থানার মামলা নং-১০(০৯)২২ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ১৯ (ক)/৪১ মামলা হয়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম জানান, দুই মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়