পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাইকিং ও মাস্ক বিতরণ
Coder Boss
/ ৯০৭
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
শনিবার, ১১ জুলাই, ২০২০
এই সংবাদটি শেয়ার করুনঃ
Manual6 Ad Code
সিলেট সানিঃ
Manual4 Ad Code
পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল ১০/০৭/২০ইং তারিখ রোজ শুক্রবার,সকাল ১০ ঘটিকার সময়,৬নং ওর্য়াড়ে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ এবং জনসচেতনত মূলক,মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনত মূলক,মাইকিং ও মাস্ক বিতরণ কর্মসূচীর দিক নির্দেশনা ও সার্বিক সহ যোগীতা করেন, ৬নং ওর্য়াড়ে সম্মানী কাউন্সিলার জনাব ফরহাদ চৌধুরী শামীম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংস্থার সভাপতি জনাব রুহুল আমিন (লাভলু) অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ(সানী) উপস্থিত ছিলেন ছিলেন সহ সভাপতি মৌলভী শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ অর্থ সম্পাদক মোক্তার হোসেন(সামী)শিক্ষা ও সংস্কিতি সম্পাদক মোঃসাদিক আহমেদ,প্রচার সম্পাদক আব্দুল সালাম সাজ্জাদ,দপ্তর সম্পাদক মোঃরাহেল মিয়া,কার্য্যনিবাহী সদস্য মিজানুল হক মিজান এবং ইমতাজুল হক সানা,সহ আরো অনেক প্রমুখ।