শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রিয়েক্ট, ফেসবুক ও আমাদের ভাবনা

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

 

মাছুম আহমেদঃ

সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সাথে আজ একটি গল্প শেয়ার করলাম গল্পটির নাম রিয়েক্ট। আচ্ছা এই রিয়েক্ট সম্পর্কে আপনার মতামত কি?
তবে আশা রাখি পড়ার পর একটি রিয়েক্ট আপনিও দিবেন……
তাহলে শুরু করা যাক।

👤আমি:
ধন্যবাদ আনফ্রেন্ড করার জন্যে।

🇧🇩 বাঙালি:
রিয়েক্ট দেও না কেন?
লাইক কেটে রিয়েক্ট দাও।

👤আমি:
(মনে মনে, বাপ রে বাপ দেখছনি,কি আরম্ভ ওইছে।)
রিয়েক্ট দেওয়ার মত হাজারো মানুষ আছে,
আমি না দিলে হয় নাহ? আনফ্রেন্ড করছো ধন্যবাদ।
এখন সবাই দিবে। রিয়েক্ট আর রিয়েক্ট পাবে।
ধন্যবাদ ভালো থেকো। নিরাপদে থেকো।
(দু-মিনিট পর রিপ্লে দিয়ে বলল)

🇧🇩 বাঙালি:
রিয়েক্ট দিয়েন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি।
কনফার্ম করেন।

👤আমি:
(মনে মনে বললাম,তোমার মতো অলস ও অসুস্থ
মস্তিষ্কের মানুষ আমার বন্ধু লিস্টে থাকার
কোনো প্রয়োজন নেই।)
সত্যি বলতেছো? তোমার মত একজন ব্যক্তিত্ব
আমাকে পুনরায় রিকোয়েস্ট?
আমি বাকরুদ্ধ, আনন্দিত,উল্লাসিত?
তাহলে ভালো থেকো,শুভেচ্ছা নিও।

বন্ধুগণ,
একটু চিন্ত করেন, আমাদের ছেলেপেলে আজ কতটুকু অসুস্থ চিন্তা-ভাবনা নিয়ে ব্যস্ত থাকে। যার শেষ হবে শূন্য। আচ্ছা,
রিয়েক্ট পেলে কি হয়? মান বাড়ে?দাম বাড়ে? না অন্য কিছু?
এই ভার্চুয়াল জগতের কারণে আজ বাচ্চাদের মন রিয়েক্টের দিকে,রিয়েক্ট বলতে এখানে শুধু লাইক,হাহা,লাভ,ইত্যাদি
বোঝাচ্ছি নাহ,আমি এগুলো টেনে এনে রিয়েক্ট শব্দটি
ভার্চুয়াল জগতে ব্যপক অর্থ বোঝাচ্ছি। টোয়েন্টিফোর
আওয়া এর মধ্যে অর্ধেকেও বেশি সময় রিয়েক্টের এর দিকে
থাকে। তবে লাভটা আসলে কি হয়? জনপ্রিয়তা? আসলে
এটি হলো অলস ও অসুস্থ ভাবনা। এই ভাবনা থেকে তুমি
ভার্চুয়াল জগতে অধিকাংশ সময় নষ্ট করছো। তোমার ক্ষতি
ছাড়া কোনো লাভ হচ্ছে না। বিশেষজ্ঞগণ হয় তো বলতে
পারেন, ভার্চুয়াল জগতের দোষ কি?ভার্চুয়াল জগতকে
দোষারোপ করি না বরং করবও না। আমি এখানে ভার্চুয়াল
জগতে যে অপব্যবহার, অপপ্রয়োগ, অবজ্ঞা ইত্যাদি হয়
সেগুলো কথা বলছি।এর কারণে অস্থিরতা সৃষ্টি হয়,
ভাবনাচিন্তার বদল হয়।অবশেষে প্রতিক্রিয়া হয় শূন্য।
যার অর্থ রিয়েক্ট।

লেখার তারিখ: ২ জুলাই ২০২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন