যন্ত্রণা
✍️বিমল চন্দ্র বিশ্বাস✍️
কখনো সে চাইনি কিছু,
আমায় কাছে রেখে।
যন্ত্রণা তবু ছাড়ে না যে,
চলছে ঘিরে তাকে।
একটু খানি শান্তনা দেই,
মনের কথা বলে।
তা নিয়ে সে পার করছে,
দিনটি গত হলে।
একটা ছেড়ে একটা ধরে,
যন্ত্রণা করে হাত।
এভাবেই সে পার করছে,
অতি কষ্টে দিনরাত।
Leave a Reply