সিলেট নিউজ ডেস্ক:
গত ০১ মার্চ ২০২২ইং আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী নারগিছ বেগম (৪২) কুলাউড়া দক্ষিণ বাজারস্থ আলামিন ষ্টোর দোকান থেকে বিকাশ হইতে ২০,০০০/-(বিশ হাজার) টাকা উত্তোলন করে বাড়ীতে নিয়ে যাওয়ার পথে কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ বাজারস্থ জনৈক আক্কল মিয়ার ভূষিমালের দোকানের সামনে কুলাউড়া টু মৌলভীবাজারগামী পাকা রাস্তায় পৌছালে আসামী মোঃ আলমগীর হোসেন (২৮), পিতা-মৃত হুসমত মিয়া, সাং-কুমারকাপন, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজারসহ অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী নারগিছ আক্তারকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক ভাবে ভ্যানেটি ব্যাগ হতে ২০,০০০/-(বিশ হাজার) টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত সংবাদ থানায় প্রাপ্তির পর অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তাৎক্ষনিক কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জীবন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেন ও ছিনতাইকৃত ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করেন।
আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানার মামলা নং-০১(৩)২০২২ রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় ‘কুলাউড়া থানা এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’ বলে ডেইলি সিলেট নিউজ24”কে জানিয়েছেন।