এম.এম আতিকুর রহমান ঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাইয়ুম এর সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি বড়লেখা’র নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
আজ ২৭ অক্টোবর রবিবার বাদ মাগরিব ওসি সাহেবের কার্যালয়ে মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক হাজী আব্দুল হান্নান, কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির সদস্য এম. এম আতিকুর রহমান, আব্দুর রহমান মানিক, মীর শামীমুর রহমান, জুনেদ আহমদ, আবুল হোসেন, তারেক মাহমুদ নাজিম, আব্দুল হাসিব, শামীম আহমদ, আলা উদ্দিন আলাই প্রমুখ।
মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই জনবল বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা পেলে যথাযথ পদক্ষেপ নিয়ে মাদক, চোরা কারবারি, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ, সামাজিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় সহায়তা কামনা করে প্রশাসনের নীতিগত কার্যক্রমে গতিশীলতা আনার পক্ষে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।