বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় রাত ভর ধর্ষণের ঘটনায় থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা ৪ নং চাখার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মৃত্যু সিরাজুল ইসলাম ফকিরের ছেলে মোহাম্মদ আলী আকবর ফকির(৫০) ও মালেক শিকদারের ছেলে মাহবুব শিকদার(৪০) কে আসামি করে ধারালিয়ার আকলিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সং শোং ২০০৩) এর ৯ এর ১/৩০ ধারায় মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায় আসামী আলী আকবর একজন নারী লোভী ও লম্পট প্রকৃতির লোক। দীর্ঘদিন যাবত বিধবা আকলিমা বেগমের অসহায়ত্বের সুযোগ নিয়ে লম্পট আলী আকবর বিয়ের প্রলোভন দেখাইয়া বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছে। আলী আকবরের এ কুপ্রস্তাবে সহায়তা করত ভাসুর সম্পর্কে অপর আসামি মাহাবুব সিকদার। তারই ধারাবাহিকতায় আলী আকবর ও সহযোগী মাহবুব শিকদার একটি ভ্যান গাড়ি নিয়ে গত ৩১/১০/২৪ তারিখ আনুমানিক ১০ ঘটিকায় বাদীর বাড়ির সামনে গিয়ে বিবাহের জন্য পাত্রপক্ষ চাখার মাওলা কাজী বাড়ির কাছারি করে অপেক্ষা করছে বলে মাওলা কাজির বাগানে নিয়ে মুখ বেঁধে বাদির ইচ্ছার বিরুদ্ধে আকবর রাতভর একাধিকবার ধর্ষণ করে এবং অপর আসামি মাহবুব শিকদার লোকজনে গতিবিধি লক্ষ্য রাখে এবং ধর্ষণে সহায়তা করে। পরবর্তীতে বাদীকে ভয় ভীতি দেখা যাতে বিষয়টি সে কাউকে না বলে। ভোর ছয়টায় দুই নং আসামি মাহাবুব শিকদার অসহায় বিধবাকে ভ্যানে করে চাখার বাজারে এনে নামিয়ে দেয়। লোক লজ্জার ভয়ে বাদি কাউকে কিছু না বললেও পরবর্তী অন্তসত্তা হয়ে পড়লে নিকট আত্মীদের সাথে আলাপ আলোচনা করে মামলা দায়ের করে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে।