দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন প্রাথমিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদ আহাম্মদ’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বাঘমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাবাজার প্রাথমিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাহান শামিমের পরিচালনায়!
বাংলাবাজার প্রাথমিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দীন মুহাম্মদ, উপজেলা এসো শিখি প্রকল্পের কো-অর্ডিনেটর আজিজুল হক, বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগন।
এসময়, প্রাক্তন ছাত্র ছাত্রী ও এলাকাবাসী বক্তব্য রাখেন।