সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)
বিশ্বম্ভরপুরের বাদাঘাট (দঃ) ইউনিয়নের (পেঠনার মাঠ) মাঠে গতকাল সোমবার সকালে Fun Event বাস্তবায়ন, খেলাধুলা ও সংস্কৃতি অনুষ্ঠান উদযাপন করা হয়।
“Joyful Journeys: Sports & Cultural Fest for Children’ এর আলোকে ভার্ড একশনএইড বাংলাদেশের
সহায়তায় বিশ্বম্ভরপুরে Fun Event বাস্তবায়িত হয়েছে। স্পন্সর শিশু, চাইল্ড ফোরাম সদস্যদের অংশগ্রহনে মেয়েদের ব্যাডমিন্টন, রশ্মি লাফ, সকলের জন্য সাংস্কৃতিক কার্যক্রম (গান, নৃত্য, অভিনয়), যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ফোরাম নেত্রী সাইদা আক্তার, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো এহসানুল হক,উপস্থাপনায় ছিলেন ভার্ডের উপজেলা প্রজেক্ট ম্যানেজার সাইদুল ইসলামের ও প্রমূখ।