কবিতা-
মিজানের পাল্লার মাপ শুরু হয়ে গেছে
চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত
তারিখ -১০/০৯/২০২৫ই
ভয় নাই ওরে ভয় নাই যার সাথে আছে রহমত আল্লাহর
কোন বাঁধাই ঠেকাতে পারে না তারে নিশ্চিত
বিজয় তার।
ঝড় তুফান বৃষ্টি বাদলে যেমন সূর্যকে ঠেকাতে
পারে না
তা প্রমাণ হল আজ ডাকসু নির্বাচন এটাই প্রথম নমুনা।
এমনিভাবে সংগ্রাম করে সত্যের সূর্যে সেনা এগিয়ে যাবে
নারায়ে তাকবীর স্লোগান দিবে আর বিজয়ের নিশান উড়বে।
বন্ধ হয়ে যাবে বাতিলের দাপট হুংকার শক্তির অহংকার
সেদিন সামনে আসছে ভবিষ্যতের চিহ্ন থাকবে
না আর ।
দিকে দিকে দলে দলে নবীর সৈনিকেরা জাগ্রত হবে
আর জুলুমকারী স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যাবে ।
তখন দেশের যত আমজনতা খুঁজবে সত্যের পথ
ফিরাতে পারবে না তাকে কলেমা পড়ে নিবে শপথ।
সেদিন বেশি দূরে নয় আর অতি নিকটে এসে গেছে
পরীক্ষা চলছে মিজানের পাল্লা মাপ শুরু হয়ে গেছে। ।