মোঃ মাহবুব আলম
বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা-৮ (বরুড়া) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া তাহের সুমন বরুড়াকে মাদকমুক্ত ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সম্প্রতি বরুড়ায় তাঁর নিজ বাসভবনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি আবু ইউসুফ রাবেদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
হৃদয়স্পর্শী বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, “বরুড়া আমার শেকড়, আমার স্বপ্ন। এই মাটিকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করাই হবে আমার প্রথম লড়াই।” কণ্ঠে দৃঢ়তা ও চোখে প্রত্যয়ের দীপ্তি নিয়ে তিনি ঘোষণা দেন, কুমিল্লা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বরুড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
শুধু মাদকবিরোধী অঙ্গীকারেই সীমাবদ্ধ থাকেননি এই তরুণ প্রার্থী। সময়ের চাহিদা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে তিনি বরুড়ায় একটি আধুনিক বিদেশি ভাষা শিক্ষা একাডেমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তাঁর ভাষায়, “ভাষা জানলেই খুলে যায় বিশ্বের দরজা—বরুড়ার সন্তানরা আর পিছিয়ে থাকবে না।” এই একাডেমি স্থানীয় তরুণদের আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষায় দক্ষ করে তুলবে এবং তাদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাকারিয়া তাহের সুমন আরও বলেন, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে বরুড়াকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “রাজনীতি হবে মানুষের অধিকার আদায়ের হাতিয়ার, উন্নয়ন হবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর সেতু।”
তাঁর উন্নয়ন পরিকল্পনায় রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে করতালিতে মুখরিত করে তোলেন পুরো পরিবেশ। তাদের চোখেমুখে ফুটে ওঠে একটাই প্রত্যাশা—একটি নিরাপদ, শিক্ষিত ও আলোকিত বরুড়া গড়ার স্বপ্ন।
স্থানীয় বাসিন্দারা জানান, জাকারিয়া তাহের সুমনের এই প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে বরুড়া উপজেলা মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যায় জর্জরিত। একজন তরুণ ও শিক্ষিত প্রার্থীর হাত ধরে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানের স্বপ্ন দেখছেন তারা।
বরুড়ার মাটিতে যেন নতুন করে লেখা হলো এক আশার কবিতা, যার প্রতিটি পংক্তিতে প্রতিধ্বনিত হচ্ছে পরিবর্তনের ডাক। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বরুড়াবাসী।