শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উপমহাদেশের প্রখ্যাত ফুটবলার ভূপেন্দ্র রায় চৌধুরীর ৩০ তম মৃত্যূ বার্ষিকী উদযাপন।

Ritesh Kumar Baishnab / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

জৈষ্ঠ প্রতিবেদক:

হবিগঞ্জের বানিয়াচঙ্গের কৃতিসন্তান উপমহাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় ভূপেন্দ্র রায় চৌধুরীর (বি রায় চৌধুরী) ৩০ তম মৃত্যূ বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ নভেম্বর বেলা ১১ ঘটিকায় ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ রমন বিহারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

লেখক ও গবেষক আবু সালেহ আহমেদ’র সঞ্চালনায় বি’রায় চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী আবু মোতালেব খান লেবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;- লেখক,গবেষক ও অবসর প্রাপ্ত উপসচিব শেখ ফজলে এলাহী বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। উল্লেখ্য বিধায়ক রায় চৌধুরী প্রখ্যাত ফুটবলার ভূপেন্দ্র রায় চৌধুরীর সন্তান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রশাসনের কর্মকর্তা পদ্মাসন সিংহ, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন,অবসর প্রাপ্ত শিক্ষক কবির মিয়া,প্রাক্তন শিক্ষক দিলীপ নারায়ন রায়,প্রভাষক ও সাংবাদিক জসীম উদ্দিন,ক্রীড়াবিদ ও অঃপ্রাঃ শিক্ষক আব্দুর রৌফ মিয়া,প্রাক্তন ফুটবলার আব্দুর রশিদ মিয়া,এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক সহ শিক্ষার্থীবৃন্দ।

দীর্ঘ আলোচনায় বি রায় চৌধুরীর স্মৃতি চারন করেন বক্তাগণ। তাঁরা বলেন ভূপেন্দ্র রায় চৌধুরী শুধু একজন প্রখ্যাত ফুটবলারই ছিলেন না,তিনি ছিলেন একজন মহামানব,তিনি হোমিও চিকিৎসার মাধ্যমে মৃত্যূর আগের দিন পর্যন্ত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা প্রদান করে গিয়েছেন। আলোচনা সভা শেষে বি রায় চৌধুরীকে নিয়ে লেখক ও গবেষক আবু সালেহ আহমেদ রচিত “বি রায় চৌধুরীর জীবন ও কর্ম ” বইটির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। মোড়ক উন্মোচন শেষে এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ,সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং ৪ জন প্রাক্তন ফুটবলারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়াও প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও প্রদান সহ আমন্ত্রিত সকল অতিথি বৃন্দকে মহামুল্যবান বই উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

বিভাগের খবর দেখুন