জুড়ী প্রতিনিধিঃ
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের এলবিনটিলার অঞ্জলী ভুমিজ নিজ মেধায় চান্স পেয়েছে। ভর্তি পরবর্তী সময়ে তার শ্রেনি কার্যক্রমের জন্য প্রযোজন ছিল একটি ল্যাপটপ।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন সমাজকর্মী ও সংগঠক মিফতাহ আহমেদ রিটন সেটি দৃষ্টিগোচর হয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী পূর্বজুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামের সালেক সানী’র তিনি তাৎক্ষনিক চা কন্যা অঞ্জলীর পড়াশোনার কথা শুনে একটি ল্যাপটপ উপহার দেন।এটি আজ ১৭জুন সকালে তার বাড়ী এলবিনটিলা চা বাগানে অঞ্জলীর হাতে তুলে দেয়া হয়।
এ সময় তার পিতা অমৃত ভুমিজ,মাতা রতনমনি ভুমিজ,ভাই অনজু ভুমিজ, স্থানীয় ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ,উপজেলা যুবলীগ সহ সভাপতি হাসান তারেক,মিফতাহ আহমেদ রিটন,রাশেদ আলম মইনুল,আব্দুস সামাদ সহ সবার উপস্থিতিতে হস্তান্তর করা হয়।
অঞ্জলী ও তার পরিবারের সদস্যরা সালেক সানী কে ধন্যবাদ জানান এ রকম কাজের জন্য ও তার দীর্ঘায়ু কামনা করেন।
সালেক সানি বিভিন্ন সময় মানবিক কর্মকান্ড করেন।করোনাকালীন সময়ে বিভিন্ন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।এ ছাড়াও তিনি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সহায়তা প্রদান করে থাকেন।