দিলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে সিএনজি ষ্ট্যান্ডের সংলগ্ন ওয়াশব্লক উদ্বোধন ও বিভিন্ন কমিনিটি ক্লিনিকের জন্য আসবাবপত্র বিতরন কনা হয়েছে। ২৫ অাগষ্ট মঙ্গলবার সকালে ইকরাম বাজারে ওয়াশব্লক উদ্বোধন ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরিগঞ্জের সাংসদ আলহাজ্ব আব্দুল মজিদ খান এম.পি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অাবুল কাশেম চৌধুরী , এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক মোঃ তজম্মুল হক চৌধুরী ১৫নং পৈলারকান্দি ইউ/পি চেয়ারম্যান ফজলুল রহমান, ১২নং সুজাতপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল কদ্দুস শামীম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবুল হাদি মোহাম্মদ শাহপরান সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি অাব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।