শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও সংবর্ধনা অনুষ্টান সমপন্ন

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

 

এটিএম নাসির:

জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা ব্যাপী “বৃক্ষ রোপন কর্মসূচী ২০২০” এর উদ্বোধনী অনুষ্ঠান ও জকিগঞ্জ উপজেলায় নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা অনুষ্টান আজ সকালে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। জকিগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষের কল্যান সাধনের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত হয় সম্পুর্ণ প্রবাসী নির্ভর সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতকতায় এবারের বৃক্ষ রোপন কর্মসূচী।

জকিগঞ্জ ভিউ সম্পাদক মাওলানা আহমদ আল মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাকিম আলী হায়দার, উপজেলা বন কর্মকর্তা নাজমুল হাসান।

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা ব্যাপী এ কর্মসূচী চলবে। বারহাল ইউনিয়নে বন্টনের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে। এ কর্মসূচীর আওতায় উপজেলার প্রায় চার শতাধিক মসজিদে বৃক্ষচারা বন্টন করা হবে।

হাফিজ মাসুক আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আহাদ লাইব্রেরীর সত্ত্বাধিকারী জকিগঞ্জের পরিচিত মুখ সমাজসেবী আব্দুল আহাদ, প্রবাসী সংগঠক ফজলুর রহমান, সমাজসেবী মাস্টার আল মামুন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা খসরুজ্জামান, আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুস সবুর, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু,পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান, জকিগঞ্জ ইউপি সদস্য মারুফ আহমদ, সংগঠনের সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক এনামুল হক মুন্না, সংগঠক হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুল হান্নান রুবেল, সদস্য নুরুল হুদা প্রমূখ। প্রথম দিনে জকিগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ সদর ইউনিউয়নে বন্টনের পর বিকেলে বীরশ্রী ইউনিয়ন পরিষদে বীরশ্রী ইউনিয়নের বন্টনও সম্পন্ন করা হয়। আগামীকাল খলাছড়া, সুলতানপূর, বারঠাকুরী ও কসকনকপূর ইউনিয়নে বন্টন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন