শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তর ৩য় তলা থেকে নিচতলায় স্থানান্তর

Coder Boss / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

 

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তর ৩য় তলা থেকে নিচতলায় স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর ধরে উপজেলা পরিষদের অফিস বিল্ডিংয়ের তিনতলা ভবনের উপর তলায় কৃষি অধিদপ্তরের অফিসটি ছিল। যার কারনে সিড়ি ভেঙ্গে উপরে উঠে সেবা পেতে কৃষক ভাইদের নানারকম ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হতে হতো। সেই দিকটি বিবেচনা করে বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর নিজের প্রচেষ্টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে কৃষকদের উপকারের স্বার্থে কৃষি অধিদপ্তরের অফিসটি ৩য় তলা থেকে একই ভবনের নীচ তলায় আনার প্রক্রিয়া শুরু করেন। সেই প্রচেষ্টার ফলশ্রæতিতে বুধবার আনুষ্ঠানিকভাবে কৃষি অধিদপ্তরের অফিসটি উপর তলা থেকে নীচ তলায় আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন নীচতলায় নতুন অফিসটি আনুষ্ঠানিতভাবে উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদসহ কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, কৃষক ভাইদের সেবা প্রদান আরো সহজ করার জন্য অফিসটি উপর থেকে নীচ তলায় স্থানান্তর করা হয়েছে। এখন কৃষক ভাইয়েরা সহজেই সেবা পাবেন ও উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন