যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে ১শত হতদরিদ্র- অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, খাদ্য বিতরণ ও সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের হলরুমে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ৷ এছাড়াও আরো বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশ, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার পক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্বারক ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী লেখা বই তাদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সাংগঠনিক সম্পাদক অধিকারী, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, গণমাধ্যম সচিব রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, রবিন দাস,রিপন সেনসহ আরো অনেকেই ৷
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষার্থী ফাহিম রেজা৷ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান ৷