সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের প্রতিভাবান কন্ঠ শিল্পী অর্পিতা পালের অকাল মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, প্রখ্যাত কন্ঠ শিল্পী যুক্তরাজ্য প্রবাসী হিমাংশু গোস্বামী, কন্ঠ শিল্পী আবুল বশর, কন্ঠশিল্পী, যুক্তরাজ্য প্রবাসী গৌরী চৌধুরী, কানাডা প্রবাসী সবিতা দাস, পৌর কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক তপন তরফদার, ছাতক উদীচী শিল্পী গোষ্ঠির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ হারুন-অর রশীদ, কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্য, সাধারন সম্পাদক বিজয় রায়, ছাতক সংগীত একাডেমীর সভাপতি ধীরাজ কুমার দাস, কন্ঠশিল্পী ও শিক্ষিকা বাসবী চৌধুরী লিলি, প্রবাহ নাট্যচক্রের সভাপতি এনাম আহমদ চৌধুরী ইমন, সাধারণ সম্পাদক শামসুল আলম নাদিম, উপজেলা শিল্পকলা একাডেমীর সবেক সাধারন সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী শিমুল দত্ত ময়না, আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল মিজানুর রহমান, শিক্ষক জিয়াদুল হক পাপ্পু, সাংস্কৃতিক সংগঠক, নাট্য অভিনেতা সেলিম মাহবুব, শিল্পকলা একডেমীর অজিত কুমার দাস, মুকুল দে, জাহিদ হাসান সুহেল, খেলাঘর আসরের বদরুল আমিন রুবেল, মৃদুল দাসসহ সাংস্কৃতিমনা লোকজন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অর্পিতা পাল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক দুরারোগ্য রোগে আক্রান্ত অর্পিতা পাল দীর্ঘদিন তিনি রক্ত জনিত সমস্যায় ভোগছিলেন। সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতের পরিচিত ও প্রিয় মুখ, সিলেট মহিলা কলেজে এমএ অধ্যয়নরত অর্পিতা পালের অকাল মৃত্যুতে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক জগতসহ ছাতকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংকিদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহের অন্তেষ্টি ক্রিয়া মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রিয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়েছে।