সত্যজিৎ দাস (স্টাফ রিপোর্টার):
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ২২ জুন বুধবার সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় বন্যার্তদের মাঝে তালামীযে ইসলামিয়া’র খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত।
‘তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা’ ওসমানীনগরের ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নৌকাযোগে খাদ্য সামগ্রী বিতরণ করে।
তালামীজে ইসলামিয়া’র নেতৃবৃন্দরা ডেইলি সিলেট নিউজ24”কে জানান,’ প্রতিটি প্যাকেটে একটি পরিবারের এক সপ্তাহের খাবার রয়েছে এবং আজ আমরা ২০০ এর অধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,পেয়াজ, আলু,লবণ,তেল সহ প্রয়োজনীয় জিনিসপত্র।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,’তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা সুলতান আহমদ,সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি সালেহ আহমদ,অর্থ সম্পাদক মাহবুব খাঁন, ওসমানীনগর উপজেলা সভাপতি ফয়ছল ইসলাম, সহ সভাপতি জুনায়েদ আহমদ তালুকদার,জাকির হোসাইন,সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খাঁন সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুমান আহমদ ও গোয়ালাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল আলী প্রমুখ।