মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশনার ২৮ বছরের অপরাধ বিষয়ক সাংবাদিক নেতা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মজুমদার এর সম্পাদনায়
জাতীয় সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকা
উপ-সম্পাদক মনোনীত কক্সবাজার জেলার দ্বীপ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন এর ঘটিভাংগা এলাকার কৃতিসন্তান, সাংবাদিক নেতা, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, এবং জয় বাংলা টিভি 24 এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক অপরাধ দমন পত্রিকার উপ-সম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেছেন। তিনি একাধারে স্থানীয় জাতীয় প্রিন্ট ইলেকট্রনিকস বিভিন্ন মিডিয়ায় দীর্ঘ দিন স্বচ্ছতা নীতিনৈতিকতা একনিষ্ঠতা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।তিনি সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী প্রিয় জন আপনজনদের নিকট আন্তরিক ভালবাসা দোয়া সহযোগিতা সুপরামর্শ কামনা করেছেন।
ছিদ্দিক আহমদ আতিক
উপ-সম্পাদক
জাতীয় সাপ্তাহিক অপরাধ দমন
আলাপন –
01812852197
01709852951
মেইল- siddiquesiddique135@gmail.com