শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গিয়াস উদ্দিন (দুবাই প্রবাসী)

মুকলেছ উদ্দিন / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

গিয়াস উদ্দিন (দুবাই প্রবাসী):

কবি মুকলেছ উদ্দিন———-

মানুষের কিভাবে হয় সম্পর্ক পরিচয়
তা খুব একটা আশ্চর্য বিষয় নয়

সেই সম্পর্ক ঐশ্বরিক বিধাতার দান
যেমন পাখিরা পায় খাদ্যের সন্ধান।

পাখিরা কখনো তারা জানিতে পারে না
কোথায় রয়েছে তাদের অফুরন্ত খানা।

তেমনি মানুষের আত্মার আত্মায়
জানে না কার সাথে কখনর পরিচয় হয়ে যায়।

থাকুক সে দূরে দেশ-বা কোথাও বিদেশে
হঠাৎ আত্মা আত্মাকে ফেলে ভালবেসে ।

তার প্রমাণ গিয়াস উদ্দিন দুবাই প্রবাসী
পরিচয় হয়ে গেল ফেসবুকে আসি।

কখনো কোনদিন দেখিনি তারে
আত্মায় আত্মাকে যেন ধরিল আঁকড়ে।

সে হয়ে গেল আমার এমনই আপন
হারিয়ে যত সব আত্মীয়-স্বজন।

এমন সরল ভাষায় বলে সে কথা
মুছে দিল আমার মনের দুঃখ যত ব্যাথা।

সহজ-সরল তার উদার মন
নমনীয়তা তার ভদ্র আচরণ

মনে হয় বংশে তার উচ্চ পরিবার
বুঝিলাম কথাবার্তায় আছার ব্যবহার।

তার প্রশান্ত মন তিনি পরোপকারী
উপকার করিতে কারো করে না দেরি।

হাসি ভরা মুখ তার মায়া ভরা মন।
যার সাথে কথা বলে
হয়ে যায় আপন।

পিতা মাতার প্রতি আছে তার শ্রদ্ধা ভক্তি
স্নেহ ভালোবাসা তার মনোবল শক্তি।

জানিলাম শাহজালাল শহরে তার বাড়ি
সম্ভ্রান্ত মুসলিম পরিবার সুনামের অধিকারী।

গিয়াস উদ্দিন বংশের উত্তরসূরি সুসন্তান
বদ্ধপরিকর টিকিয়ে রাখিতে বংশের অবদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন