শিরোনাম
বানারীপাড়ার সৈয়দকাঠিতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠান কুলাউড়ায় খেলাফত মজলিসের বিক্ষোভ ও গণ-সমাবেশ ১৪ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করে ভোট চুর সরকারের পতন তরান্বিত করতে হবে —— জননেতা ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল দোয়ারাবাজারে খেলাফত মজলিসের গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত লামা প্রেসক্লাব-এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন, প্রিয়দর্শী বড়ুয়া সভাপতি, মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক বড়লেখায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল-সমাবেশ দলনিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে –জননেতা মাওলানা আহমদ বিলাল বানারীপাড়ায় ভ্রুন নষ্ট করা ও নির্যাতনের অভিযোগ স্বামী পরিতোষের বিরুদ্ধে নেছারাবাদে সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান “নারী কথা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদ সহ ১ জন গ্রেফতার মৌলভীবাজার থেকে সিলেটের পথে বিএনপির রোডমার্চ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে আমেরিকায় ব্যরিষ্টার গোলাম কবির ভূইয়া
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপশিখা’র সর্বাধুনিক প্রযুক্তিতে সন্তানহীনরা পেলেন দুই জমজ সন্তান।

Jhalak Dutta / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

শ্রীমঙ্গল প্রতিনিধি:

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার
একমাত্র টেস্টটিউব বেবী সেন্টার ‘দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার’-এ সিজারিয়ান সেকশনের মাধ্যমে হিমায়িত ভ্রণ থেকে টেস্টটিউব পদ্ধতিতে জমজ দুই শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। দু’জনই সুস্থ আছে।

গত শনিবার (১৪ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সেলিং সেন্টারে অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. নিবাস চন্দ্র পাল জানান,’১০ জানুয়ারি মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে টেস্টটিউবে দুই জমজ বেবীর জন্ম হয় এবং বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছেন। দীপশিখা কর্তৃপক্ষ জানান,এই সেন্টারে জন্ম নেওয়া জমজ দুই বেবীর নাম রাখা হয়েছে দীপশ্রী,দীপ্তম। আর প্রথম টেস্ট টিউব বেবীর নাম রাখা হয়েছিল ‘দিয়ানা’।

দীপশিখা সেন্টারের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারশন থিয়েটারে ডা. নিবাস চন্দ্র পাল এই সিজারিয়ান অপারেশন করেন। দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের প্রধান পরামর্শক ডা. নিবাস চন্দ্র পাল,এমবিবিএস, এফসিপিএস (অবস; এন্ড গাইনী) এন্ড অবস্টেট্রিক্যাল সনোলজিস্ট জানান,২০২১ সাল থেকে দীপশিখা সেন্টারে টেস্ট টিউব বেবী কার্যক্রম শুরু হয়।

তিনি ২০১৩ সাল থেকে টেস্ট টিউব বেবীর উপর নিজস্ব গবেষণা কার্যক্রম শুরু করেছিলেন। ২০১৮ সালের ২৫ জুলাই শ্রীমঙ্গলের কলেজ রোডে প্রসূতি,স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার গড়ে তোলেন। এরপরই ২০২১ সাল থেকে টেস্ট টিউব বেবী কার্যক্রম শুরু করেন।

তিনি জানান,বর্তমানে আরও ১৫ জন বন্ধ্যাত্ব নারী টেস্ট টিউব বেবী জন্মদানের অপেক্ষায় রয়েছেন। ইক্সি পদ্ধতির মাধ্যমে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে এ টেস্ট টিউব ২ জমজ শিশুর জন্ম হয়। এ কার্যক্রমে ডা. নিবাস চন্দ্র পালকে সহযোগিতা করেন ডা. দীপাঞ্জলী পাল,ডা. রিপন ভৌমিক ও ডা. আবির হোসেন।

উল্লেখ্য যে,দীপশিখা সেন্টার সিলেট বিভাগের প্রথম ও একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল। এখানে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার,জিএ মেশিন, ল্যাপারোস্কোপি মেশিন,২৪ ঘন্টা আলট্রাসনোগ্রাম,ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি, হাইড্রো ইলেকট্রিক বেড,ইন্টারকম সার্ভিস, পেসেন্ট মনিটরিং এর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মনিটরসহ পালস অক্সিমিটার স্বাস্থ্য সম্মত উপায়ে অক্সিজেন সরবরাহের জন্য রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, নবজাতকের চিকিৎসার জন্য ফটোথেরাপি মেশিন,সর্বাধুনিক প্রযুক্তির তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র,বর্জ্য পরিশোধনের জন্য বিদেশী প্রযুক্তির ইনসিনারেটর মেশিন,অটো জেনারেটর ও লিফট বিদ্যমান রয়েছে।

ডা. নিবাস পাল জানান,যেসব নারী ও পুরুষ সন্তান জন্মদানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভেতরে এ পদ্ধতিতে টেস্টটিউব বেবি জন্ম দেওয়া যাবে। এমনকি ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে চিকিৎসা পাওয়া যায়,সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

ডা. নিবাস চন্দ্র পাল এর তত্ত্বাবধানে প্রসূতি,স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সব ধরনের আধুনিক সুযোগসুবিধা নিয়ে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে একটি বিশেষায়িত হাসপাতাল। এর সাফল্যের হার আন্তর্জাতিকমানের।

 

সিলেট নিউজ/শ্রীমঙ্গল/দীপশিখা/ঝলক দত্ত.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

বিভাগের খবর দেখুন