দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বেদখলের পর প্রভাবশালীর অবৈধ দখল থেকে সরকারি খাস জমি উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি ফয়সল আহমদ। তিনি বলেন,‘সরকারি খাস সম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়নে আমাদের বিপুল পরিমাণ খাস সম্পত্তির প্রয়োজন। এজন্য জমি উদ্ধার কার্যক্রম চলছে।
স্থানীয় সূত্র জানায়,সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। এর আগেও একাধিকবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি। দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছল এই খাস জমি দখলমুক্ত অভিযান পরিচালনা করেন।
সিলেট নিউজ/দোয়ারাবাজার/মুহাম্মদ মামুন মুন্সি