সিলেট নিউজ ডেস্ক:
কবি মুকলেছ উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্বা এডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের জীবনী লিখেছেন ।
একটি বই একটি কবিতা ১৭০০ শত লাইন আশি পৃষ্ঠা ।
যা অসাধারণ এদেশের কবি লেখক কেউ লিখেন নাই।
আরেকটি বই প্রকাশ হয়েছে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় নিজেই লিখেছেন মহামান্য রাষ্ট্রপতির জীবনী ।
কবি মুকলেছ উদ্দিন তিনি তার জীবনের বিরাট কৃতিত্বের ও প্রতিভার প্রমাণ দিয়েছেন। তিনি কৃতি সন্তান আমাদের গর্ব তাকে জানাই আন্তরিক অভিবাদন অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
কবির কাছে তার লিখিত প্রকাশিত ও পান্ডুলিপির হিসাব চাইতে গেলে তিনি বলেন।
আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় প্রথম প্রকাশিত বই
(১)বঙ্গবন্ধুর ডাকে ওরা মুক্তিযুদ্ধ। প্রকাশ কাল ২০২২ শে জানুয়ারি ।বইটি মোড়ক উন্মোচন হয় ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন আনন্দ মঞ্চে নেত্রকোনা জেলায়। আয়োজনে ছিলেন জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তি যুদ্ধ ৭১ নেত্রকোনা।
(২) দ্বিতীয় বইটি মদনের বিলুপ্ত ইতিহাস ও লোকসংস্কৃতি। প্রকাশকাল ২০২৩ অমর একুশে গ্রন্থ মেলায়। মোড়ক উন্মোচন হয় নেত্রকোনা জেলায় স্থান কবিতা প্রাঙ্গণ মুক্তার পাড়া। আয়োজনে হাওয়ার কবি সংগঠন খালিয়াজুরী নেত্রকোনা।
(৩)তৃতীয় বই মহাকাব্য হাওর বাংলার সোনার মানুষ মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের জীবনী একটি কবিতায় একটি বই। ১৭০০শত লাইন ৮০ পৃষ্ঠা।
প্রকাশকাল ২০২৩ অমর একুশে বইমেলায়
বইটির মোড়ক উন্মোচন হয় হাজী তায়েব উদ্দিন হাই স্কুল মিঠামইন কিশোরগঞ্জ। উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ আব্দুল হক মহোদয়। উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির ছোট বোন আছিয়া আলম চেয়ারম্যান উপজেলা মিঠামইন কিশোরগঞ্জ।
সমীর কুমার বৈষ্যব সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মিঠামইন কিশোরগঞ্জ। হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদয় উল্লেখ্য
তিনটি বই প্রকাশ পেয়েছে তিনটিতেই মোড়ক উন্মোচন ও আশাতীত সম্মাননা পেয়েছি ।
আমি আরো আনন্দিত যে একজন বিশ্বজয়ী রাষ্ট্রপতি মহোদয়ের জীবনী
লিখিতে সক্ষম হয়েছি।
আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন।এবং মোড়ক উন্মোচনের সম্মাননা ও পেয়েছি।
আমি পরম আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।
আরো দুটি বই মাহে রমজানে প্রকাশ হবে আশা রাখছি। পান্ডুলিপি রয়েছে ৯টা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় লিখা অব্যাহত আছে।
বইগুলি খবরের কাগজে ও অনলাইনে প্রচার চলমান রয়েছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সকলকে আল্লাহ হেফাজত করুন আমীন। মহাকাব্য গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের ছবি দেওয়া হইল