নিজস্ব প্রতিবেদক :
দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত ‘হাইব্রিডদের’ ভিড়ে হারিয়ে যাচ্ছেন উপেক্ষিত ‘ত্যাগী ও যোগ্য’ নেতাকর্মীরা। ক্ষমতাসীন দলটির হাইকমাণ্ডের নির্দেশনার পরেও মূল্যায়ন হচ্ছেন না তারা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সংগঠনটিতে ভিড় করছেন নানা দিক থেকে ছুটে আসা ক্ষমতালোভীরা—যারা পরিচিতি পেয়েছেন অনুপ্রবেশকারী হাইব্রিড হিসেবে। অভিযোগ উঠেছে, এখন ‘তারাই’ দলটির কেন্দ্রের উপ-কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। অনুপ্রবেশকারী এসব হাইব্রিডদের রসানলেও পড়তে হচ্ছে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের। দলের দুঃসময়ে যারা এগিয়ে আসেন তাদের কেন মূল্যায়ন হয় না—এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আর এর ভিতর দলের প্রচার প্রচারণায় এগিয়ে ঢাকা উত্তর মহানগরের দারুস সালাম থানার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, থানার যেখানেই তাকাই দেখা যায় শুধু প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের ছবি যুক্ত তারি ফেস্টুন ব্যানার। এ ব্যাপারে সরাসরি সাক্ষাতে কেন এত অর্থ খরচ করে প্রচারণা করে যাচ্ছেন জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন দলকে ভালোবেসে রাজনীতি করি এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হতে চাই, তাই সর্ব সময় দলের প্রতিটি আনুষ্ঠানিক দিবসে এবং ধর্মীয় দিবস সহ সব সময় মহানগর নেতাদের নেতৃত্বে আমার প্রচার – প্রচারণা অব্যাহত রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ । মোঃ গিয়াস উদ্দিন আরো বলেন দারুস সালাম থানা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে একযোগে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ও বঙ্গবন্ধু শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করতে ও এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমার এ চেষ্টা অব্যাহত থাকবে ।