দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন ‘বিহঙ্গ তরুণ সংঘ’ প্রতিবছরের ন্যায় এবার ও পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার রাতে সিলেট নগরীর কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক এলাকায় এসব খাদ্যসামগ্রী তুলে দেন তারা।
এসময় সিলেট বিহঙ্গ তরুণ সংঘের সহ-সভাপতি তালহা জুনেদ বলেন সংঘের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান শাহিন সাহেব এর আর্থিক সহযোগিতায় আমরা আজ এই উপহার দিচ্ছি, যারা রাস্তায় দাঁড়িয়ে খাদ্য সহায়তা নিতে লজ্জা বোধ করছেন আজকে তাদের ঘরে ঘরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি।
তিনি বলেন, বরাবরের মতো বিহঙ্গ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
এ সময় সংঘের সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান সানী বলেন, বিহঙ্গের নানামুখী মানব সেবামূলক কর্মসূচি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, বিহঙ্গ তরুণ সংঘ অসহায়দের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রীসহ বিতরণ অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন- সংঘের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুস্তাক হুসেন মিলাদ, সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক মিহদা বেলায়েত চৌধুরী,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী রিফাত আহমদ,প্রচার সম্পাদক ফয়সাল আহমদ শিহাব, তাহমিদ চৌধুরী আলম,শিক্ষা সম্পাদক শাফকাত আহমদ চৌধুরী, আমিন আহমদ, আকাশ আহমদ,হিরামন প্রমুখ।