সিলেট নিউজ ডেস্ক :
ধান কেটে দেয়ায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের পাশাপাশি অংশগ্রহণ করেছেন হযরত শাহজালাল রহঃ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। করোনাকালীন সময় থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন উপজেলাসহ সারাদেশে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়।
তারই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।
সেই কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে।
এদিকে এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতিক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।