ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ট শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী স্কাউটের সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২১ সালের স্কাউটের সর্বোচ্চ পদক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এ ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট বিভাগে একক ইউনিট হিসেবে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন কাব শিক্ষার্থী।
শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হলোঃ .১.ঐত্রেয়ী দেব স্তুতি, ২.ফাহিম জালাল জিসান, ৩.আনুষ্কা সরকার, ৪. নিশাত তাসনিম আনিকা, ৫.অর্পিতা গোস্বামী অপি, ৬. পলি চৌধুরী, ৭. ফারিহা জালাল জ্যোতি।
শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত জাতীয় শ্রেষ্ঠ
চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের নেতৃত্বে ইউনিট লিডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আবুল কাশেম ও অনিতা দেব।
চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার বলেন, স্কাউট শিক্ষার্থীদের শৃঙ্খলিত জীবন গঠনের শিক্ষা দেয়। পাঠ্য শিক্ষার পাশাপাশি এ শিক্ষা শিশু-কিশোরদের আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। আমি তাদের মঙ্গল কামনা করি।