দিলোয়ার হোসাইন,বানিয়াচং(হবিগঞ্জ):
জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
রবিবার (২৮ মে) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক, পি আইও মলয় কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, তথ্য আপা নুপুর মোহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,মাওলানা আশিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।