সিলেট নিউজ ডেস্ক :
বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি,আপনার পুলিশ আপনার পাশে”এই প্রতিপাদ্য কে সামনেরেখে মাদক,চোরাচালান, সন্ত্রাসী ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্য সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন বিট পুলিশিং ও গোয়াইনঘাট সার্কেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২আগস্ট) বিকেলে উপজেলার উপরগ্রাম (হাদারপার) বাজারের মহিলা মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহিদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ওসি(তদন্ত) মেহেদী হাসান,রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি সদস্য মুজিবুর রহমান প্রমুখ।
এছাড়াও গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান,এএসআই নয়ন রায় ও সাদ্দাম হোসেন ইউপি সদস্য ইমাম উদ্দিন,জাকির হোসেন রুস্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল । এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও বাজারে ব্যবসায়ী উপস্থিত ছিলেন।