আব্দুল হকের আদ শুভ জন্মদিন
কলমে কবি মুকলেছ উদ্দিন
মদন উপজেলা কাইকুড়িয়া গ্রামটি প্রত্যন্ত অঞ্চল
বর্ষায় তাকে সেতায় মাঠ ভরা জল।
আজও সেই এলাকা নাই রাস্তা ঘাট
বিশাল বড় এক বোর
ফসলের মাঠ
চতুর্দিকে কোলাহল ছোট একটি গ্রাম
ধন সম্পদ ভরপুর আছে তার সুনাম।
সেই গ্রামের জন্য নাম ইদ্রিস ব্যাপারী
এক সম্ভ্রান্ত পরিবার সেই গ্রামে বাড়ি।
স্ত্রী রেজিয়া আক্তার সতি স্বাদী পূর্ণবতী
তিনিও এক কোলিন বংশের আছে সুখ্যাতি।
আব্দুল হক মা বাবার বড় সন্তান
পাহাড় কেটে করেছে নুতন পথের সন্ধান।
ছোট কালে হয়ে গেল পিতৃ হারা
মায়ের হাত ধরেই পথ চলে তারা।
দুর্গম দুর্যোগ কাটিয়ে আজ নীল আকাশে
যেন শীতের সকালে মিষ্টি রোদ হাসে।
হাসি ভরা মুখ মায়া ভরা মন
হৃদয় তার খোলা আকাশের মতন।
জাতি বেঁধে নাই তার কোন অভিমান
মানবতার সেবায় তার নিবেদিত প্রাণ।
আজ এই শুভ জন্মদিনে তার
কিছুই যে নাই শূন্য হাত আমার।
হৃদয়ের বাগের ফুল সবি গেল ঝরে
সব গুলি কুড়িয়ে নিলাম মালা করে ।
পরাব মনে করেছি তোমার গলার পরে
মনে কিছু করো না লহ করোটি ভরে