ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংগত করার লক্ষ্যে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উদ্যোগে সামজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর দেড় ঘটিকায় ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সামজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সচিব দ্বিজেন্দ্র লাল দাশ এর সঞ্চালনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে ও আনন্দ মুখর পরিবেশে উদযাপন করতে আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সম্প্রীতির বন্ধন বজায় রাখতে সকল শ্রেণি পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।
সমাবেশে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা ও বিভিন্ন মসজিদ, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।