ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গলে অতি দরিদ্রদের মাঝে ১০টি রিক্সা বিতরণ করা হয়েছে।
সোমবার(৬ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে রিক্সা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে রিক্সা বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, শিক্ষক জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা পোস্ট মাস্টার আব্দুল মতিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।