সোমবার, ২০ মে ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ১৮ মাসের সন্তানের সামনে থেকে ডেঙ্গু কেড়ে নিল যুগান্তর প্রতিনিধির স্ত্রীর প্রাণ

জাকির হুসেন / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু জ্বরে কেড়ে নিলো দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপনের স্ত্রী সোনিয়া খানমের (৩১) প্রান। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ১২ নভেম্বর রোববার দিবাগত রাত পৌণে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। গত কয়েকদিন পূর্বে জ্বরে ভূগছিলেন সোনিয়া খানম। এছাড়া হার্টেও সমস্যা ছিলো তার। তার পর জ্বর ভালো হওয়ায় বাড়িতেই ছেলে সন্তানদের নিয়ে পড়াশুনায় ব্যস্ত ছিলেন। ১২ তারিখ দিবাগত রাত ৯ টার দিকে বড় মেয়েকে পড়াচ্ছিলেন এবং ১৮ মাসের শিশু বুকের দুধ পান করছিল। হঠাৎ করে খিচুনি উঠলে মেয়ে বাবা এসএম গোলাম মাহমুদ রিপনের কাছে ফোন করলে দ্রুত বানারীপাড়া পৌরশহরের মোল্লাবাড়ির ভাড়াটিয়া বাসায় গিয়ে স্ত্রীর অবস্থা বেশি খারাপ দেখে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেন। কিছুটা সুস্থবোধ করলে তাকে বাসায় পাঠানো হয়। পূনরায় রাত ২টার দিকে খিচুনি উঠে তিনি অজ্ঞান হয়ে পড়লে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরণের চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অসুস্থ অবস্থার প্রথম দিকের পরীক্ষায় ধরা না পরলেও মৃত্যুর পরপরই তার শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা যায়। হাসপাতালের জরুরী বিভাগে সোনিয়া খানমের মৃত্যুর পূর্ব মূূহুর্তে ও পরে ১৮ মাসের শিশূ পুত্র রাইসান মাহমুদ সাজিদের মায়ের শেষ দুগ্ধপানের দৃশ্যে উপস্থিত সবাইকে হতবাক ও কান্নায় ভাসিয়ে দেয়। মৃত্যুকালে সোনিয়া বৃদ্ধ বাবা-মা, স্বামী, চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মেয়ে মাইশা জান্নাত রাই ও ১৮ মাস বয়সী দুগ্ধপোষ্য ছেলে রাইসান মাহমুদ সাজিদসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

বিভাগের খবর দেখুন