সিলেট নিউজ ডেস্ক :
আমি আজ আনন্দে আপ্লুত আল্লার রহমতে আমার স্বরচিত কাব্য একক ও যৌথ ১০ টি বই প্রকাশিত হয়েছে ও একটি পিডিএফ এ আছে। বইটি প্রকাশ হওয়ার পর আমি সাধ্যমত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠান ও জাতীয় একাডেমিতে কোন কোন মন্ত্রণালয়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছি এমনকি মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট আব্দুল হামিদ মহোদয়ের জীবনী মহাকাব্য ১৭০০শত লাইন একটি বইয়ে একটি কবিতা আশি পৃষ্ঠা বইটি নিজ হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। এলাকায় ৮০% সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমার বই সংরক্ষিত আছে। বিশেষ দ্রষ্টব্য আমি আরো আনন্দিত যে আমার ২০২৪ এ বইমেলায় প্রকাশিত বই পাবার জন্য অনেকেই আমাকে ফোনে জানতে চেয়েছেন। আবার বই কবে আসবে কবে তারা পাবেন। এতে আমার এলাকার ও বিভিন্ন এলাকার বইপ্রেমী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।