রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতীয় পতাকা অর্ধনমিত রাখেননি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রধান শিক্ষক

দোয়ারাবাজার ছাতক প্রতিনিধি / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

আইনে থাকলেও মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় অর্ধনমিত রাখা হয়নি, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,

সরেজমিনে সকাল ১০,২৫ মিনিটের সময় দেখা যায় পতাকা ছিলো পতাকা দন্ডের চূড়ায় পূর্ণ উত্তোলন করা।
সরকারি সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও বাঙ্গালী জাতির গুরুত্বপূর্ণ এই দিনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা অর্ধনমিত না রাখা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
এছাড়া অর্পন করা হয় নি শহীদের স্বরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক,পালন করা হয়নি মর্যাদা পূর্ণ এ দিবস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর না দিয়ে দায় সারা বক্তব্য প্রদান করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো:কাঞ্চন মিয়া সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ প্রধান শিক্ষক আমাদের ছেলেমেদের ধ্বংশের দিকে ঢেলে দিচ্ছেন গুরুত্বপূর্ণ এই দিবসে কমিটির কাউকেই তিনি অনুষ্ঠাত করার কথা বলেননি, এমন কি তিনি সময় মত স্কুলেই আসেন না।

বিদ্যালয়ের সহসভাপতি মোঃ আলতাফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পতাকা অর্ধনমিত না রাখা সম্পূর্ণ বেআইনি এছাড়া প্রধান শিক্ষক কোন দিন-ই যথাসময়ে স্কুলে আসেন না, বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত সরকারি টাকা কাজ না করেই মিথ্যা ভাউচার তৈরি করে আত্মসাৎ করেন।
এভাবে তাকে কমিটির পক্ষ থেকে বলা হলেও কোন কর্নপাতই তিনি করেন না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এসমস্ত কর্মকাণ্ডের বিচার দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন,আজকের এই দিনে পতাকা অর্ধনমিত না রাখা ১৯৭২ সালের জাতীয় পতাকা উত্তোলন (সংশোধনী২০১০) আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

যা খুবই দুঃখজনক এবেপারে আইনি ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এ দিবসে বেপক কর্মসূচি নিলেও প্রধান শিক্ষক আইয়ুব আলী সাহেব কর্মসূচি না নেওয়া আমাদের জন্য অপমান জনক।
বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ সুলেমান বলেন, প্রধান শিক্ষক স্যার এই দিবসে কোন কর্মসূচির কথা আমাদের বলেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

পুরাতন সংবাদ দেখুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯  

বিভাগের খবর দেখুন