এম মীর হাসান, বিশেষ প্রতিনিধি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের মিউনিসিপ্যাল বিদ্যালয় মাঠের শহীদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা সুনীল দে, রেজাউল করিম সাগর, মোঃ মুসলিম উদ্দীন মুন্না, এম মীর হাসান, আজিজুর রহমান, সুজন, মিন্টু বড়ুয়াসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমাদের একটাই শপথ বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ।