দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরমা ইউপির প্রাণ কেন্দ্র মহব্বতপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ রমজান বৃহস্পতিবার মহব্বতপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ মারফত আলী(কবিরাজ) সভাপতিত্বে,সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ।
সুরমা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনে জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।