ইয়াকুব হাসান:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতি ভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল বাজারে আল আমীন নামে এক ব্যক্তি গ্যাস সিলেন্ডার এবং অন্যান্য মাল করার জন্য গেলে
কাঠারবিল বাজারের ইলেকট্রনিক্স দোকান্দার মোঃ মুন্জুরুল ইসলাম তাকে মাল দেওয়ার কথা বলে দশ হাজার টাকা এবং একটা গ্যাস সিলেন্ডার নেয় পড়ে আল আমীন, দোকান্দার মোঃ মুন্জুরুল ইসলামকে
মাল দেওয়ার কথা বললে দোকান্দার বলেন মাল দেওয়া যাবেনা।
কেনো দেওয়া যাবেনা জানতে চাইলে দোকান্দার বলেন
তোমার ভাইয়ের কাছে টাকা পাভো।
কিশের টাকা পাভেন শুনতে চাইলে
দোকান্দার, আল আমীনের উপর রাগান্বিত হন এবং বলেন তুই বেশি কথা বললে তোকে আটকে পাখবো।
পড়ে আল আমীন তার বড় ভাইকে কল দিয়ে টাকার কথা এবং তাকে আটকে রাখার এ কথা বলেন।
পড়ে আল আমিনের বড়ো ভাই দোকান্দারকে কল দিলে দোকান্দার মুন্জুরুল ইসলাম বলেন আমি তোমার কাছে একটা রাইজকুকার পাভো পড়ে কিশের রাইজকুকার পাভেন বললে মুন্জুরুল বলেন
অনেক দিন আগে তোমার কাছে তিন কাটুন রাইজকুকার নিয়েছিলাম
একটা রাইজকুকারে ভাটি ছিলোনা আমি একটা ভাটি পাভো।
পড়ে আল আমীনের বড় ভাই বলেন একটা ভাটির দাম আর কত টাকা মাত্র এক দুইশো টাকা এটার জন্য আমি ছোট্ট ভাইকে এত অপমান আটকে রাখতে পারেন কি। পড়ে এক পর্জায়ে অনেক কথা বলার পর গ্যাস সিলেেন্ডারটা ফেরত দেন এবং নেওয়া টাকা দশ হাজারের কথা অশ্বিকার করেন।
এ ব্যাপারে বাজারের বেশ কিছু ব্যবসায়ীকে জানালে তারা যথাযথ বিচার দেওয়ার আশ্বাস দেন।