ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ১নং ইসলামপুর ইউনিয়নের সেবা ব্লাড ফাউন্ডেশন নামক সেচ্ছাসেবী সংঘটনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার ০৯ এপ্রিল রাতের আধারে উক্ত সংঘটনের সেচ্ছাসেবকরা ঈদ–উল–ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে ইসলামপুর ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে প্রায় ৩২ টি পরিবারে ঈদ সামগ্রী ও ২ টি পরিবারে নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণকৃত ঈদ সামগ্রী প্রত্যেক প্যাকেটের মধ্যে ছিল ২ কেজি ময়দা, ১কেজি গুড়, ১লিটার তেল, ৫০০গ্রাম চিনি, ২প্যাকেট লাচ্ছি, ১প্যাকেট দুধ ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি শাহিন আলম, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আক্তার মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সালমান আমিন, দপ্তর সম্পাদক রায়হান রাজু, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শিবলু মিয়া, সদস্য সোহাগ মিয়া, শাবলিক মিয়া, নাবিল আহমদ ও প্রত্যেক গ্রামের লোকাল ভ্যালেন্টিয়ার
পরে এক বিবৃতিতে সংঘটনের সাধারণ সম্পাদক আক্তার মাহমুদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন.. মহান আল্লাহপাক সহায় থাকলে সব ভালো কাজ সফল ভাবে করা সম্ভব। সেবা ব্লাড ফাউন্ডেশন শুধু ব্লাড নায় সামাজিক সকল কাজে সব সময় মানুষের পাশে থাকবে ইনাশাআল্লহ।