ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক নারী সদস্যদের ভেড়াপালন ও গৃহ নির্মাণের টাকা আত্মসাৎ করায় আত্মসাৎকারী দিলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীরা। মঙ্গলবার ৫ নভেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম মোস্তফা মুন্না বরাবরে এবং ছাতক সেনা ক্যাম্পে দিলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা ।
দিলোয়ার হোসেন উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের হাজী নুরুল ইসলামের পুত্র এবং উপজেলা প্রানী সম্পদ কার্যালয়-ভেটেরিনারি হাসপাতালের মাঠ কর্মী।
অভিযোগ সুত্রে জানাগেছে,ছাতকে ভেড়া পালন করে স্বাবলম্বী হতে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের একটি প্রকল্পের অধীনে সমিতির মাধ্যমে ভেড়া পালনের প্রশিক্ষণ গ্রহণ করেন উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক,রুক্কা,ঘাটপার ও গদারমহল গ্রামের ২৫ নারী। দেড় বছর আগে প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সরকারি ২৫ হাজার টাকা করে দেয়া হয় ভেড়ার ঘর নির্মাণের জন্য। এ সমুদয় টাকা উত্তোলন করে অফিসের মাঠ কর্মী দিলোয়ার হোসেন। কিন্তু সে ৫ সদদ্যকে অপ্রয়োজনীয় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ৫টি ঘর তৈরী করে দিয়ে সরকারি বরাদ্ধের প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
এ সমিতির ২৫ নারী সদস্যের মধ্যে ৩ জন নারীই তার ভাবী এবং ২ জন তার চাচতো ভাইয়ের স্ত্রী। এরমধ্যে
ক্যাশিয়ার ও নিয়োগ দিয়েছে তার বড় ভাইয়ের স্ত্রীকে।
এদিকে ভুক্তভোগী নারীরা দেড়বছর ঘুরতে ঘুরতে কোন
সুরাহা না পেয়ে তার বিরুদ্ধে টাকা উদ্ধারের জন্য সেনা
ক্যাম্প ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক
অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রতিমাসে ওইসব নারীদের কাছ থেকে সঞ্চয় হিসেবে ১০০ টাকা করে
নিয়েও সব টাকা আত্মসাৎ করেছে বলে তারা উল্লেখ
করেছেন।
মঙ্গলবার দিলোয়ার হোসেনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ দিয়েছেন সেলিনা,সালমা, রাহেনা,শান্তি, আয়েশা, সানিজা,সফিকা সহ ভুক্তভোগী নারীরা। তারা আবেদনে তাদের আত্মসাৎ কৃত টাকা উদ্ধার সহ তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।